Image

যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্ব আসরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তাঁরা। 

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, ২০১৫ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট কোরি অ্যান্ডারসন আছেন যুক্তরাষ্ট্রের স্কোয়াডে। 

৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মোনানক প্যাটেল দলটির নেতৃত্বে আছেন। কানাডার বিপক্ষে ৪-০ তে জেতা সিরিজের পারফর্মাররা জায়গা পেয়েছেন স্কোয়াডে। 

কানাডার বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির জেরে ছিলেন না গতি তারকা আলি খান। তবে দলের বোলিং শক্তি বাড়াতে বিশ্বকাপ স্কোয়াডে আছেন তিনি। 

সৌরভ নেত্রালভাকার, অ্যারন জোন্স, স্টিভেন টেইলররা আছেন স্কোয়াডে। কানাডার বিপক্ষে অভিষিক্ত অফ স্পিনার মিলিন্দ কুমারও জায়গা ধরে রেখেছেন। 

 

যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

মোনানক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ অধিনায়ক), আন্দ্রিস গউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ প্যাটেল, নিতিশ কুমার, নশটুশ কেনজিগে, সৌরভ নেত্রালভাকার, শেডলি ব্যান শ্যালউইক, স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর। 

রিজার্ভ ক্রিকেটার-গাজানান্দ সিং, জুয়ানয় ড্রিসডেল, ইয়াসির মোহাম্মদ। 

এবারে গ্রুপ এ তে আছে যুক্তরাষ্ট্র। যেখানে তাঁদের সঙ্গী কানাডা, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড। 

উল্লেখ্য, সবকটি দল ২৫ মে পর্যন্ত তাঁদের স্কোয়াডে বদল আনতে পারবে। এরপর বদল আনতে হলে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত লাগবে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three