মাঠে বিনা টিকিটে দেখা যাবে উইমেন্স এশিয়া কাপের সব ম্যাচ
মাঠে বিনা টিকিটে দেখা যাবে উইমেন্স এশিয়া কাপের সব ম্যাচ
মাঠে বিনা টিকিটে দেখা যাবে উইমেন্স এশিয়া কাপের সব ম্যাচ
১৯ জুলাই থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের এশিয়া কাপে ভক্তদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ করে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সোমবার একটি মিডিয়া রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
এবারের উইমেনস এশিয়া কাপে অংশগ্রহণ করবে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। ৮ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে।
রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গেটগুলি ভক্ত-সমর্থকদের মাঠে প্রবেশ করতে খোলা রাখা হবে। ১৯ জুলাই প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত নেপালের বিপক্ষে দুপুর আড়াই টায় মুখোমুখি হবে। আর সন্ধ্যা সাড়ে সাতটায় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ২০ জুলাই সন্ধা সাড়ে ৭ টায়।
দলগুলো ইতোমধ্যেই শ্রীলঙ্কায় আসতে শুরু করে দিয়েছে। মালয়েশিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড পৌছে গেছে শ্রীলঙ্কায় এবং বাংলাদেশের, পাকিস্তান ও ভারতের আগামীকাল পৌছানোর কথা রয়েছে।