ক্যাপ্টেন সাকিব না হলে রাহকিম
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 20 ঘন্টা আগেআপডেট: 14 সেকেন্ড আগে
ক্যাপ্টেন সাকিব না হলে রাহকিম
ক্যাপ্টেন সাকিব না হলে রাহকিম
সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান? প্রশ্নটা উঠছে কারণ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের চেয়ে অভিজ্ঞ কোনো খেলোয়াড় এই দলে নেই। তাই স্বাভাবিকভাবেই ফ্যালকন্স টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে দলের সবচেয়ে বড় তারকার উপর।
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিরলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ১৪ আগস্ট, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে সাকিবের দল, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
আর মাত্র ১ দিন পর শুরু টুর্নামেন্ট, তবে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। অধিনায়কের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। হয়তো সাকিবের আগমনের জন্যই অধিনায়কের নাম ঘোষণাই হয়েছে দেরি। আজ ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যুক্ত হয়েছেন সাকিব, কালকেই অধিনায়কের নাম জানাতে পারে ফ্যালকন্স। তবে সাকিব ছাড়া যদি স্থানীয় ক্রিকেটারদের কাঁধে দায়িত্ব উঠে, তাহলে নেতৃত্বে দেখা যাবে রাহকিম কর্নওয়ালকে।
২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সেটি সাকিবের ক্যারিয়ারের তো বটেই, সিপিএলেও এখন পর্যন্ত সেরা বোলিং। টিভিতে আবার সাকিবের খেলা দেখার সুযোগ পাওয়া গেল। বাংলাদেশের দর্শকেরা সিপিএলের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক পেইজে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের সব ম্যাচ।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স স্কোয়াড-
সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্ট্রিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ মোহাম্মদ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিয়ান স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, আমির জাঙ্গু, কারিমা গোরে, কেভিন উইকহাম এবং জশুয়া জেমস।