Image

লিটন কি পাকাপাকি ভাবে অধিনায়ক হবেন, লিটনের কি মত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটন কি পাকাপাকি ভাবে অধিনায়ক হবেন, লিটনের কি মত

লিটন কি পাকাপাকি ভাবে অধিনায়ক হবেন, লিটনের কি মত

লিটন কি পাকাপাকি ভাবে অধিনায়ক হবেন, লিটনের কি মত

ব্যাটে রান না থাকলেও অধিনায়কত্ব দিয়ে সবার মন কেড়েছেন লিটন কুমার দাস। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচেই মাঠে লিটনের সিদ্ধান্ত ইতোমধ্যেই তিনি প্রশংসায় ভাসছেন। যেহেতু নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দিতে ইচ্ছুক নন তাই পাকাপাকি ভাবে লিটনকেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব দেয়া হোক এমন কথা ভাসছে বাতাসে। তবে লিটনের কি অভিমত? দেশকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে এবার মুখ খুলেছেন লিটন নিজেই

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, "বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।"

ব্যাটে রান ফিরে পেতে চেষ্টা করছেন লিটন, কাজ করছেন সহকারী কোচ সালাহউদ্দিনের সাথে। "ব্যাটিংয়ে আমি চেষ্টা করছি। তিন ফরম্যাট খেলছি, লাগাতার একটু খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। সালাহউদ্দিন স্যারের সাথে কাজ করছি। সালাহউদ্দিন স্যার অনেক হেল্পফুল। আমাদের অনেক সহায়তা করছেন। প্রত্যেক খেলোয়াড় স্যারের সাথে ফ্রি। স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন। ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে। আমিও স্যারের সাথে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারব।"

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও দল ভালো খেলেছে ভাষ্য লিটনের, "আমরা টেস্টে খুব ভালো ক্রিকেট খেলেছি। ওয়ানডেতে দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি কিন্তু খারাপ খেলিনি। ঐ ধারাবাহিকতার ব্যাপারটা মাথায় ছিল। ভালো ক্রিকেট খেলছি কিন্তু জয় পাচ্ছি না। এই বিশ্বাস সবার মধ্যেই ছিল। আমি কখনই বলিনি সব উজাড় করে দিতে হবে। শুধু বলেছি, তারা ভালো দল, যেকোনো দলকে যেকোনো দিন হারাতে পারে তার ওপর তাদের মাঠে খেলা।"

জাকের ও শামীমের প্রসংশা করে লিটন বলেন, "আমাদের দলটা যদি দেখেন, টি-টোয়েন্টিতে খুব শক্তিশালী দল না। জাকেরের কথা বিশেষভাবে বলতে হয়। টেস্ট থেকে শুরু করে ওয়ানডে, টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই ধারাবাহিকতা ধরে রেখেছে। এটা একজন ব্যাটারের বড় প্রাপ্তি। দলের জন্যও বড় পাওয়া। শামীম ঘরোয়া ও ‘এ’ দলের খেলায় পারফর্ম করেছে। তার ভেতরে আত্মবিশ্বাস ছিল। জাকেরের আত্মবিশ্বাস তো টেস্ট থেকেই। এটা দলের জন্য বড় পাওয়া লোয়ার অর্ডারে পাওয়ার হিটার খুঁজে পাচ্ছি। আরও উন্নতির জায়গা আছে, তবে এটা বড় পাওয়া।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three