Image

ইনজুরি থাকার পরেও কেনো তাসকিন আহমেদ বিশ্বকাপের সহ অধিনায়ক

৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইনজুরি থাকার পরেও কেনো তাসকিন আহমেদ বিশ্বকাপের সহ অধিনায়ক

ইনজুরি থাকার পরেও কেনো তাসকিন আহমেদ বিশ্বকাপের সহ অধিনায়ক

ইনজুরি থাকার পরেও কেনো তাসকিন আহমেদ বিশ্বকাপের সহ অধিনায়ক

এমনিতে বাংলাদেশের জাতীয় দলের খেলার মত ক্রিকেটারের পুল খুব বেশি জন ক্রিকেটারের হয় না। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আগেও অবস্থা একই ছিল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে আলোচনায় থাকা ক্রিকেটারের সংখ্যা ছিল ১৯-২০। সেখান থেকে যে ১৫ জন বাছাই করতে হত নির্বাচকদের, সেখানে তাসকিন আহমেদের নাম না থাকার কারণ ছিল না। 

তবে সেই কারণই তৈরি হয় জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে। সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে, তখন তাসকিন আহমেদ গিয়েছিলেন চোট পাওয়া স্থানে স্ক্যান করাতে। 

চোটের গভীরতা কতটা সেই খবর এখনও স্পষ্ট নয়। তবে তাসকিন আহমেদকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। এমনকি তাঁকে করা হয়েছে সহ অধিনায়ক। কেনো এমনটা করা হয়েছে তা স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল নির্বাচন করাটা নির্বাচকদের কাজ হলেও লিডারশিপ গ্রুপে কে থাকবেন তা নির্বাচন করে বোর্ড। 

লিপু বলেন, 'এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) একটা বৈশ্বিক টুর্নামেন্ট। এটা বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের অবহিত করা হয়েছে তারা সহ অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে।' 

'অবশ্যই উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়। আরেকটা ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফরম্যাটে। সেজন্য হয়ত তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে নির্বাচন করা হয়েছে। ' 

তবে তাসকিন আহমেদের ইনজুরির অবস্থাটা কি?

এই প্রশ্নের জবাবে লিপু বলেন, 'এটা আরও ভালো হয়ত মেডিকেল কমিটি আপনাদের দিতে পারবে। যা তথ্য আছে সেক্ষেত্রে হয়ত তিনি বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সে প্রেক্ষিতে তাকে দলভূক্ত করা হয়েছে। আর আইসিসির পলিসি সম্পর্কে আপনারা হয়ত ওয়াকিবহাল আছেন, যে কোনো ইঞ্জুরড প্লেয়ারকে ক্যারি করলে হয়ত পরে রিকভারি না হলে তখনও তাকে আপনি বদলাতে পারবেন। এমন না যে ফ্রেশ সবাইকে নিয়ে ২৫ তারিখে ঢুকতে হবে পরে ইঞ্জুরি হলে বদলাতে হবে, বিষয়টা এমন না। ইঞ্জুরড প্লেয়ার নিয়েও টুর্নামেন্টে ঢুকতে পারবেন। যুক্তরাষ্ট্রের সিরিজে আমার মনে হয় না তাসকিন খেলতে পারবেন। তবে রিজার্ভ হিসেবে যারা যাচ্ছেন তারা সেখানে খেলতে পারবেন। ' 

তবে শেষ্মেশ যদি তাসকিন আহমেদ খেলতে না পারেন, তখন কি হবে?

লিপু জানান, 'যদি না পারে তাহলে এটা বিসিবি অবশ্যই তাদের নজরে আনবেন এটা তাদের এখতিয়ার। এখন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারছি না তবে অবশ্যই সেখানে যদি তিনি না খেলেন অন্য কাউকে সে পদটি বা দায়িত্বটি দেওয়া হবে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three