'আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম'
'আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম'
'আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম'
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বছরের জয়ের খরা কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তুলে বাংলাদেশ জবাবে নির্ধারিত ওভারে ১০৩ রান সংগ্রহ করতে পারে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের মেয়েরা জয় পায় ১৬ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিলো বাংলাদেশে। তা না হওয়ার আক্ষেপ কিছুটা হলেও স্কটিশদের বিপক্ষে জয় দিয়ে ঘোচাতে চাইবে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।
বাংলাদেশের ব্যাটিংয়ে অনেকটাই অবদান রাখেন সাথী রানী ও সোবহানা মোস্তারির জুটি। ম্যাচ শেষে তাদের প্রসংশা করতে ভোলেননি অধিনায়ক, " আমরা অনেক দিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মনে হয়েছিলো এটাই আমাদের মুহূর্ত। এই ধরনের উইকেটে আমাদের থিতু হওয়া দরকার। শুরুতে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। রানি এবং মোস্তারির মধ্যে গড়ে ওঠা জুটিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।"
১১৯ রান ডিফেন্ড করার জন্য বাংলাদেশ আত্নবিশ্বাসী ছিলো জানিয়ে নিগার সুলতানা বলেন,"আমাদের একটি ভালো টোটাল ছিল এবং আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে, মারুফাও ভালো করছে, তাই আমরা ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি।"
ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই রান আউটের ফাঁদে পড়ে তাজ নেহার। তার সম্পর্কে অধিনায়ক বলেন, "তাজ নেহার শেষ দুটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলছিল, এবং সে জানে কিভাবে জুটি গড়ে তোলা যায় এবং কিছু বাউন্ডারি মারা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গিয়েছিলো।"
প্রথম ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ। জানালেন নিগার, "আমরা গতি পাওয়ার চেষ্টা করছি এবং আমরা তা পেয়েছি। খুব খুশি যে আমরা পাল্টা লড়াই করেছি এবং মেয়েদের হাসি দেখে সবচেয়ে বড় অনুপ্রেরণা।"