Image

জয়সওয়াল হয়ে গেলেন রিজার্ভ, বরুণ-হারশিতের পৌষ মাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জয়সওয়াল হয়ে গেলেন রিজার্ভ, বরুণ-হারশিতের পৌষ মাস

জয়সওয়াল হয়ে গেলেন রিজার্ভ, বরুণ-হারশিতের পৌষ মাস

জয়সওয়াল হয়ে গেলেন রিজার্ভ, বরুণ-হারশিতের পৌষ মাস

জাসপ্রীত বুমরাহ ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন পিঠের চোটের কারণে। বিসিসিআই নিশ্চিত করেছে, বুমরাহর ছিটকে যাওয়া ও বদলি হিসেবে হারশিত রানার জায়গা পাওয়ার খবর। এছাড়া  চূড়ান্ত দলে ঢুকলেন বরুণ চক্রবর্তীক, যশস্বী জয়সওয়াল হারালেন জায়গা।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে তারকা পেসার জাসপ্রীত বুমরাহর বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে হারশিত রানাকে। ভারতীয় নির্বাচকরা চূড়ান্ত দলে বরুণ চক্রবর্তীকেও যুক্ত করেছে যশস্বী জয়সওয়ালের জায়গায়। যিনি প্রাথমিক দলের অংশ ছিলেন, এবার বাদ গেলেন বরুণকে সুযোগ করে দিতে। 

প্রাথমিক দলে থাককেও যশস্বী জয়সওয়ালকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। ফলে ওপেনার হিসেবে রোহিত শর্মা ও শুবমান গিলই খেলবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন ১৫ জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। এরপর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারও জানিয়েছিলেন বুমরাহ হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। যে আশঙ্কাটা ছিল, সেটাই সত্যিই হল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

পাকিস্তান আয়োজক হলেও হাইব্রিড মডেলে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল- 

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশাব পান্ট, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং, বরুণ চক্রবর্তী ও হারশিত রানা।

রিজার্ভ: যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ ও শিবাম দুবে।

Details Bottom