Image

বৃষ্টিতে ভেসে সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টিতে ভেসে সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়

বৃষ্টিতে ভেসে সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়

বৃষ্টিতে ভেসে সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে চমক দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই সাথে স্বপ্ন ভঙ্গ করেছে পাকিস্তানের। বিশ্বকাপের ১ম ম্যাচে কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপযাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের। তারপর পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে নিজেদের শক্তিমত্তার কথা বিশ্ববাসীকে জানান দিয়েছিলো নবাগত এই দলটি। এমনকি ভারতের বিপক্ষেও জাগিয়েছিলো জয়ের সম্ভবনা। এবার আয়ারল্যান্ডলের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে কোয়ালিফাই করলো যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডার লডারহিলে বৃষ্টির সাথে ধুয়ে গেছে পাকিস্তানের সুপার এইটে ওঠার স্বপ্ন। নিজেদের প্রথম ৩ ম্যাচের মধ্যে ২টি হেরে যাওয়ায় আগেই বিদায়ের শঙ্কায় পড়েছিলো বাবর আজমের দল।  যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ টা ছিলো তাদের শেষ আশা। যুক্তরাষ্ট্র হারলে একটা ক্ষীণ সম্ভবনা বেঁচে থাকতো তাদের। ড্র হলেও বাদ পারতো পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়ে যায় যুক্তরাষ্ট্র আর তাতেই বাদ পরে যায় পাকিস্তান। 

লডারহিলে বৃষ্টির কারণে  টসই হয়নি ম্যাচের। তিন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার ও রিচার্ড কেটেলবরো কয়েক দফায় মাঠ পরিদর্শন করেছেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই  মাঠেই নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যাক্ত হয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের  সুপার এইটের দৌড় থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের মত অবস্থা হয়েছে পাকিস্তানের ও। 

বিশ্বকাপে গ্রুপ 'এ' তে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। ৪ ম্যাচে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৫। অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট ৩ ম্যাচে ২। পাকিস্তান সর্বশেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪। অথ্যাৎ যুক্তরাষ্ট্রকে টপকে সুপার এইটে যাওয়ার কোনো সম্ভবনা বেঁচে থাকলোনা পাকিস্তানের জন্য।

Details Bottom