জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা
জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা
জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ফেব্রুয়ারিতে ৩ ফরম্যাটের সিরিজ খেলবে দল দুটি। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ৬ ফেব্রুয়ারি একটি টেস্ট ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। ১৪,১৬ ও ১৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এবং ২২,২৩ এবং ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডে দুটি নতুন মুখ রয়েছে। তারা হলেন ২৭ বছর বয়সী লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা এবং ২৬ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার নিকোলাস ওয়েলচ। এদিকে, ডিওন মায়ার্স এবং তাদিওয়ানাশে মারুমনি লাল বলের দল থেকে বাদ পড়েছেন। অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাও টেস্ট ম্যাচ মিস করবেন। কারণ সফরসূচি নিশ্চিত হওয়ার আগেই তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য চুক্তি করে ফেলেছিলেন।
ওয়ানডে স্কোয়াডে দুটি পরিবর্তন করেছে জিম্বাবুয়ে। দলে জায়গা পেয়েছেন ওয়েসলি মাধভেরে এবং নিয়াশা মায়াভো মায়ার্স। এবং টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন জোনাথন ক্যাম্পবেল, টনি মুনিওঙ্গা এবং মায়াভো। অন্যদিকে ফারাজ আকরাম এবং তাকুদজওয়ানাশে কাইতানো এবারের টি-টোয়েন্টি ফরম্যাটে বাদ পড়েছেন।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, তাকুদজওয়ানাশে কাইতানো, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়াউচি, উইলিয়ান নিয়াউচি।
জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড:
ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধভেরে, তিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমনি, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধভেরে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা এবং নিউম্যান ন্যামহুরি।