কাল সকালে বাংলাদেশের আরও কয়েকটি উইকেট চায় শ্রীলঙ্কা
কাল সকালে বাংলাদেশের আরও কয়েকটি উইকেট চায় শ্রীলঙ্কা
কাল সকালে বাংলাদেশের আরও কয়েকটি উইকেট চায় শ্রীলঙ্কা
সিলেট টেস্টের প্রথম দিনটা নিজেদের করতে পারল না বাংলাদেশ। জোড়া সেঞ্চুরির পরও খালেদ-নাহিদ রানার দাপুটে বোলিংয়ে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস। শেষ বিকালে জবাব দিতে নেমে বাংলাদেশ হারিয়ে বসে টপ অর্ডারের তিন ব্যাটারকে। আলো ছড়িয়ে খেলা শুরু করা স্বাগতিকদের দিনের শেষটা হয়েছে মলিন। ৩২ রান করতেই ৩ উইকেট হারানো বাংলাদেশ রিভিউ নষ্ট করে গেছে দু'টি। লঙ্কান সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস সংবাদ সম্মেলনে বলে গেলেন, কাল সকালে তারা আরও কয়েকটি উইকেট দ্রুত তুলে নিতে চায়।
আলো ছড়িয়ে খেলা শুরু করা স্বাগতিকদের দিনের শেষটা হয়েছে মলিন। সিলেট টেস্টে এ পর্যন্ত তিন সেশনের মধ্যে সকালেই সেরা সেশন কেটেছে বাংলাদেশের। পরেরটা ছিল কেবলই হতাশার। শেষ সেশনে গতি, বাউন্স আর মুভমেন্টে জ্বলে ওঠলেন নাহিদ রানা। একাই ফেরালেন দুই সেঞ্চুরিয়ানকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮০ রানে। ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারায় ওপেনার জাকির হাসানকে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকও বিদায় নেন দ্রুত। ৩ উইকেট খুইয়ে বাংলাদেশ রান করতে পারে কেবল ৩২।
বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ফেলেছে, লঙ্কানরাই এগিয়ে এখন? এমন প্রশ্নের জবাবে কামিন্দু মেন্ডিস বললেন,
‘হ্যাঁ আমি মনে করি আমরা এগিয়ে আছি। যদি আমরা আরও ১-২টি উইকেট কাল সকালে নিয়ে নিতে পারি তাহলে আমরা আরও ভালো অবস্থানে থাকব।'
অভিষেক টেস্ট খেলতে নামা নাহিদ রানা প্রথম ইনিংসে বল করেছেন ১৪ ওভার। ২ মেডেন পেলেও রান খরচ করেছেন ৮৭, উইকেট নিয়েছেন ৩ টি। এর আগে সকালের সেশনেই আরেক পেসার খালেদ আহমেদ দখলে নেন ৩ উইকেট।
সিলেট টেস্টের উইকেট নিয়ে কামিন্দুর মূল্যায়ন, ‘এটা পেসারদের জন্য ভালো উইকেট। তারা (বাংলাদেশ) ৫ উইকেট নিয়ে ফেলেছে শুরুতেই। পরে তারা ব্যাটিংয়ে নেমেও ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে। ফলে আমি মনে করি এটা পেসারদের জন্য ভালো উইকেট। যদি আমরা সকালে আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারি তাহলে আরও এগিয়ে যেতে পারব আমরা।'