ডিপিএলে আজ জিতল যে ৩ দল
-
1
টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস
-
2
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী
-
3
স্টিভ স্মিথের ঝড়ো ইনিংসে সিডনি সিক্সার্স থান্ডারকে হারিয়ে ডার্বি জয়
-
4
চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
-
5
বিসিএসএ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
ডিপিএলে আজ জিতল যে ৩ দল
ডিপিএলে আজ জিতল যে ৩ দল
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং লিজেন্ডস অব রুপগঞ্জ।
বিকেএসপির ৩ নাম্বার মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লিজেন্ডস অব রুপগঞ্জ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় গাজী গ্রুপের ক্রিকেটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আব্দুল গাফফার সাকলাইন। ২৪ রান করেন তোফায়েল আহমেদ। অধিনায়ক এনামুল হক বিজয় ফেরেন গোল্ডেন ডাক মেরে।
রূপগঞ্জের হয়ে ১৪ রান খরচা করে ৪ টি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। ৩ টি উইকেট পান তানভীর ইসলাম। ৯৪ রানের সহজ লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩.৫ ওভারে তাড়া করে ফেলে রূপগঞ্জ। সাইফ হাসান ২৭ এবং তানজিদ তামিম খেলেন ৬৫ রানের ইনিংস। ম্যাচ সেরা হন শরিফুল ইসলাম।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের অপর খেলায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাহফুজুর রহমান রাব্বির ৮৪, মিজানুর রহমানের ৭৩ এবং ইমতিয়াজ হোসেনের ৫০ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন। ধানমন্ডির হয়ে কামরুল ইসলাম রাব্বি শিকার করেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় ধানমন্ডি। দলের হয়ে ৫৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কাজী নুরুল হাসান সোহান। তাছাড়া ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি করেন যথাক্রমে ৫৫ ও ৪১ রান। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৩ টি উইকেট তুলে নেন ইয়াসিন আরাফাত মিশু।
বিকেএসপির ৪ নাম্বার মাঠে অন্য একটি ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে পরাজিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৯৮ রানের বিশাল সংগ্রহ দাড় করায় শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন রায়ান রাফসান। অনিক সরকার করেন ৭৭ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় পার্টেক্সের ব্যাটাররা। ইনিংস শেষ হওয়ার ১ বল আগেই মাত্র ২২১ রানে গুটিয়ে যায় তারা। পাটেক্সের হয়ে ৪৬ রান করেন জাওয়াদ রোয়েন, ৪০ রান করেন রুবেল মিয়া। শাইনপুকুরের হয়ে মাত্র ১৪ রান খরচা করে ৩ উইকেট শিকার করেন রাফিউজ্জামান রাফি। তাড়াছা ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন বল ফাহাদ।
