সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নিতে পারল না বাঘিনীরা
সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নিতে পারল না বাঘিনীরা
সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নিতে পারল না বাঘিনীরা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম ওয়ানডে হারলেও ২য় ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের সামনে সুযোগ তৈরি হয়েছিল, ৩য় ও শেষ ওয়ানডেতে জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হত। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে বাঘিনীরা।
শেষ ম্যাচে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী দল। যা ১৩৫ বল ও ৮ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলে উইন্ডিজ নারী দল।
বাংলাদেশ নারি দলের শুরুটা খারাপ হয়নি। প্রথম উইকেট ৬ রানের মাথায় হারালেও। ৬২ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ফারজানা ২২ ও সুপ্তা ৩৭ রান করে আউট হন। ৯৪ রানে ৩ উইকেট থাকা বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় ২৪ রানে।
স্বর্না আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফারিহা তৃষ্ণারা রানের খাতা খুলতেই পারেননি। নিগার সুলতানা জ্যোতি ১১ ও সোবহানা মোস্তারি ২৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১২ রান খরচে ৪ উইকেট নেন কারিশমা রামারাক। ২ উইকেট নেন জাইদা জেমস, ১ টি করে শিকার চেরি আন ফ্রেজার, জেইলি ম্যাথিউজ ও এফি ফ্লেচারের।
রান তাড়া করতে নেমে শুরুতেই সুযোগ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শুন্য রানে থাকা হেইলি ম্যাথিউজের ক্যাচ ছাড়েন রাবেয়া খান। আউট হবার আগে হেইলি করেন ২২ রান। অপর ওপেনার কায়ানা জোসেফ ৩৯ রান করেন।
তিনে নামা শেমাইন ক্যাম্পবেল ও চারে নামা দিয়ান্দ্রা ডটিন আর বিপদ ঘটতে দেননি। ক্যাম্পবেল ৪৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ১৯ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৩ রান করে অপরাজিত থাকেন দিয়ান্দ্রা ডটিন।
২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া দল- ভারত (স্বাগতিক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
বাকি ২ জায়গা নিয়ে লড়বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।