Image

'ম্যাচ খেলব', এই ভাবনাতেই প্রস্তত হন তানজিম হাসান সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'ম্যাচ খেলব', এই ভাবনাতেই প্রস্তত হন তানজিম হাসান সাকিব

'ম্যাচ খেলব', এই ভাবনাতেই প্রস্তত হন তানজিম হাসান সাকিব

'ম্যাচ খেলব', এই ভাবনাতেই প্রস্তত হন তানজিম হাসান সাকিব

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম হাসান সাকিবের থাকা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। মোহাম্মদ সাইফউদ্দিনকে বিবেচনা না করে তানজিমকেই সেরা ১৫ তে রেখেছিল নির্বাচকরা। শরিফুল ইসলামের ইনজুরি না হলে হয়তো সেরা একাদশে সুযোগ মিলত না এই পেসারের। 

তবে সুযোগ পেয়ে সেটা দুই হাতে কাজে লাগিয়েছেন এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রান খরচে ১ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রান খরচে ৩ উইকেট ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩ রান খরচে ১ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। 

নেপালের বিপক্ষে ম্যাচে সেরা একাদশে থাকবেন এমন ভাবনাতেই প্রস্তুত হয়েছেন সাকিব। সুযোগ পেলে আরও একবার নিজের সেরাটা দিতে চান এই পেসার, আর সেটা তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং)। 

সংবাদ সম্মেলনে এসে তানজিম হাসান সাকিব বলেন, 'ম্যাচ খেলব কি খেলব না এটা নিয়ে ভাবি না। আমাকে যদি ম্যাচ খেলায় তবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, আমি ওভাবেই নিজেকে প্রস্তুত করেছি যে আমি ম্যাচ খেলতেছি। দলের কম্বিনেশনের কারণে যদি না খেলায় তাহলে আলাদা ব্যাপার।'

'আমি সবসময় প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। আর যখনই আমি ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার শতভাগ দেওয়ার জন্য তিন বিভাগেই। আমার কাছ থেকে দল যেন সর্বোচ্চটা পায়। দলের জন্য আমি শতভাগ দিতে চাই মাঠে, এটাই আমার কাজ।' 

নিজের সম্পর্কে তো কথা বলেছেনই, ব্যাটারদের ব্যর্থতায় তাঁদের নিয়েও কথা বলতে হয়েছে তানজিম হাসান সাকিবকে। 

টপ অর্ডারের ব্যাটারদের নিয়ে সাকিব বলেন, ' আমাদের যাদেরকেই বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে তারা বেস্ট চয়েস। তারা শতভাগ দিলে ইন শা আল্লাহ… তারা খুব চেষ্টা করছে। হয়ত ২-১ জন রান পাচ্ছে না। আমি খুব বিশ্বাস করি, খুব তাড়াতাড়ি রানে ফিরবে। এটা দলের বিশ্বাস, আমরা এই বিশ্বাস নিয়েই মাঠে নামি। আমাদের বিশ্বাস আছে কেউ না কেউ ভালো খেলে দিবে।'  

Details Bottom