Image

রাজস্থান রয়্যালসে জাম্পার বদলী তানুশ কোতিয়ান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাজস্থান রয়্যালসে জাম্পার বদলী তানুশ কোতিয়ান

রাজস্থান রয়্যালসে জাম্পার বদলী তানুশ কোতিয়ান

রাজস্থান রয়্যালসে জাম্পার বদলী তানুশ কোতিয়ান

মুম্বাইয়ের স্পিন বোলিং অলরাউন্ডার তানুশ কোতিয়ান রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন অ্যাডাম জাম্পার বদলি হিসেবে। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন জাম্পা। এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে রিটেইন হিসেবে দলে রেখেছিল রাজস্থান। 

আইপিএল ২০২৩ সময়কালীন জাম্পাকে দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান। এর আগে ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তার আগে ২০১৬ ও ২০১৭ মৌসুম ছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের পক্ষে। এবার রাজস্থান এই অজি ক্রিকেটারকে দলে রেখেছিল রিটেইন হিসেবে।

অস্ট্রেলিয়াতে তাঁর নতুন এক পরিবার আছে। সম্প্রতি অনেক ব্যস্ত সূচি গেছে জাম্পার। যেখানে বিবিএল খেলার পাশাপাশি, ভারতে অস্ট্রেলিয়া সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন। সর্বশেষ ওডিআই বিশ্বকাপের পর এই সকল সিরিজে উপস্থিত ছিলেন এই অজি।

২০২৩ আইপিএল নিলাম চলাকালীন সময়ে, কোতিয়ানের দিকে নজর ছিল বেশ কিছু ফ্র‍্যাঞ্চাইজির। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে কোতিয়ানের বোলিং একশনের উপর কিছু সন্দেহ ছিল। ফলে কোনো ফ্র‍্যাঞ্চাইজি আর ঝুঁকি নেয়নি। তবে সম্প্রতি রঞ্জি ট্রফিতে এই অলরাউন্ডার চমক দিয়েছেন। 

রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, ৫০২ রান। পাশাপাশি শিরোপা-জয়ী এই দলের হয়ে ২৯ টি উইকেট সংগ্রহ করেছেন কোতিয়ান। দশ নম্বরে নেমে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন রঞ্জি ট্রফিতে। 

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৮ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছিলেন কোতিয়ান, যেখানে ইকোনমি ছিল ৫.৫৮। নভেম্বর, ২০২২ এ হিমাচল প্রদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে ছয় মেরে মুম্বাইকে শিরোপা জিতিয়েছেন, তার আগে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। 

জাম্পা সরে গেলেও, রাজস্থানে স্পিনের দায়িত্ব সামলাতে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন বড় নাম হিসেবে। দলটি শুধুমাত্র ৭ জন বিদেশি খেলোয়াড় নিয়ে ২০২৪ আইপিএলে অংশ নিতে যাচ্ছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three