Image

তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে

তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে

তামিম-মুশফিক সহ ৫ শতাধিক ক্রিকেটার নিবন্ধন করলেন এলপিএলে

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৪ এ খেলার জন্য আগ্রহ দেখিয়েছে ৫০০ এর বেশি ওভারসিজ ক্রিকেটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

২৪ ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন এলপিএল খেলার। নিলাম থেকে যাদের থেকে ক্রিকেটার বাছাই করবে ৫ ফ্র্যাঞ্চাইজি। 

আগ্রহ দেখানো ক্রিকেটারের মধ্যে আছেন তামিম ইকবাল, টিম সাউদি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, জিমি নিশাম, মুশফিকুর রহিম, রেজা হেন্ড্রিক্স, রাইলি রুশো, শাই হোপ, তাসকিন আহমেদ, লুঙ্গি এনগিডি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, নাজমুল হোসেন শান্ত, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচারম ওশানে থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেনের মত তারকা ক্রিকেটার। 

এছাড়া উসমান খাজা, তাব্রাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, গুলবেদিন নাইব, ইব্রাহিম জাদরানও আগ্রহ দেখিয়েছেন। 

বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ। 

জুলাইয়ের ১ তারিখ থেকে ২১ অব্দি মাঠে গড়াবে এলপিএলের ৫ম আসর। নিলামের দিনক্ষণ দ্রুতই জানাবে এলপিএল। 

Details Bottom