বিএনপির তারুণ্যের মহাসমাবেশে তামিম ইকবাল

বিএনপির তারুণ্যের মহাসমাবেশে তামিম ইকবাল
বিএনপির তারুণ্যের মহাসমাবেশে তামিম ইকবাল
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাও বলেছেন তামিম।
তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
যা মূলত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে "তারুণ্যের রাজনৈতিক অধিকার" প্রতিষ্ঠার সমাবেশ। তামিম ইকবাল চট্টগ্রামের সন্তান হিসেবে এই সমাবেশে উপস্থিত ছিলেন এবং মঞ্চে বক্তব্যও দিয়েছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হন।
তামিম ইকবালের এই উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ঘোষণা দেননি। তার এই অংশগ্রহণকে অনেকেই তারুণ্যের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতি সমর্থন হিসেবে দেখছেন।