নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 52 সেকেন্ড আগে
নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন

নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন

নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন

অনুশীলন বয়কট করে দুপুরে হুট করেই মাঠ ছাড়তে দেখা যায় নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়েরকে। এমনকি বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কোচের দায়িত্ব ছাড়ার হুমকিও দেন সুজন।  তারপর  কয়েক ঘণ্টা পর আবারও হোটেল থেকে মাঠে ফেরেন তারা দুজন। আসলে কি ঘটেছিলো গণমাধ্যমের মুখোমুখি হয়ে তা জানিয়েছেন সুজন।

খালেদ মাহমুদ সুজন বলেন, "হিট অব দ্য মোমেন্টে (উত্তপ্ত পরিস্থিতি) হয়তবা এরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দলের মালিকদের ধন্যবাদ, যারা দুজনই আমার পেছনে দাঁড়িয়ে আছেন। উনারা আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবি থেকেও আমার সঙ্গে কথা বলছে একটু। অনুশীলনে যে অনুশীলন সামগ্রীগুলো দরকার হবে সেগুলো আমি পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। আমার সাথে হয়তবা একটু বাজে ব্যবহার করে ফেলেছে। আমি ভেবেছি টুর্নামেন্ট এখনো শুরুই হয়নি এখনই যদি বাজে ব্যবহার করে তাহলে খেলা হারলে কী হবে। তৌহিদ এবং আদনান দুজনই আমার সঙ্গে কথা বলেছে। এটা আসলে পুুরোপুরি ভুল বোঝাবুঝি।"

ভুল বোঝাবুঝির কারণ জানিয়ে তিনি আরো বলেন, "তালহা আমাকে বলতেছিল বল নাই বা অনুশীলন করার জন্য যেসব জিনিস দরকার সেগুলো আসে নাই। তখন আমি জিজ্ঞেস করলাম, এগুলো কার অধীনে দিয়েছো? এটা নিয়েই আমার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। আমার রাগ উঠে গেছিল সত্যি বলতে।"

অবশ্য আজকের ঘটনার ইতিবাচক দিক দেখছেন সুজন, "যেটা আজকে হয়েছে হয়তবা ভালো হয়েছে একদিক থেকে। পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়েছে হয়তবা। এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে। আমার মনে হয় আমাদের দলের বন্ডিং আরও ভালো হবে, সেটা আমি বিশ্বাস করি।"

আপাতত নোয়াখালী এক্সপ্রেস নিয়ে খুশি খালেদ মাহমুদ সুজন, "আমি আমার ফ্র্যাঞ্চাইজির নিয়ে দারুণ খুশি। আমি যেহেতু অনেকগুলা বিপিএল করেছি, আমাদের কাপড়-চোপড় থেকে শুরু করে ভালো মানের জার্সি, আজকে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া হয়েছে। আমি সত্যিই খুব খুশি যে উনারা কথা রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে উনারা এভাবে আমাদের সাথে থাকবেন।"