৩ রানে সুফিয়ানের পাঁচ উইকেট, ১০ উইকেটে জিতল পাকিস্তান
৩ রানে সুফিয়ানের পাঁচ উইকেট, ১০ উইকেটে জিতল পাকিস্তান
৩ রানে সুফিয়ানের পাঁচ উইকেট, ১০ উইকেটে জিতল পাকিস্তান
সুফিয়ান মুকিমের দাপটে জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো সফরকারীরা। জিম্বাবুয়েকে মাত্র ৫৭ রানে অলআউট করে কোনো উইকেট না হারিয়ে ৮৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান।
বুলাওয়েতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানির ব্যাটে উড়ন্ত সূচনা করে তারা। দলীয় ৩৭ রানে ব্যক্তিগত ১৬ রান করে মারুমানি আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে ব্যাটং লাইন আপ।
আরেক ওপেনার ব্রায়ান বেনেট করেন ১৪ বলে ২১ রান। এই দুই ওপেনার ছাড়া আর কেউ ছুটে পারেনি দুই অঙ্কের রান। সুফিয়ান মুকিমের বোলিং আক্রমণে মাত্র ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
৫৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন পাকিস্তানের দুই ব্যাটার ওমাইর ইউসুফ এবং সাইম আইয়ুব। শেষ পর্যন্ত এদেরকে আউট করতে পারেনি স্বাগতিক বোলাররা। মাত্র ৫.৩ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে তারা।
ওমাইর অপরাজিত থাকেন ১৫ বলে ২২ রানে এবং ১৮ বলে ৩৬ রান করেন সাইম। ৩ রান খরচা করে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সুফিয়ান মুকিম।