Image

পদ'ত্যা'গ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পদ'ত্যা'গ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড

পদ'ত্যা'গ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড

পদ'ত্যা'গ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড

এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি শ্রীলঙ্কা দল। গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের থেকে পেছনে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লঙ্কানরা। আর বিশ্বকাপে এমন ভরাডুবির পর পদত্যাগ করেছেন তাঁদের প্রধান কোচ ক্রিস সিলভারউড। 

আজ (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সিলভারউড। 

সিলভারউড তাঁর পদত্যাগের কারণ দেখিয়েছেন এরূপ- 'আন্তর্জাতিক কোচ হবার মানে প্রিয়জন থেকে লম্বা সময় দূরে থাকা। আমার পরিবারের সাথে লম্বা আলাপ শেষে দুঃখ নিয়েই বলছি, আমার এখন বাড়ি ফেরার সময় ও তাঁদের সাথে কোয়ালিটি সময় কাটাবো।' 

'আমি ক্রিকেটার, কোচ, ব্যাকরুম স্টাফ, ও এসএলসির ম্যানেজমেন্টকে শ্রীলঙ্কাতে থাকাকালীন সময়ে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, তাঁদের সাহায্য ছাড়া কোন সাফল্যই সম্ভব হত না।' 

'শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য গর্বের। আমি অনেক ভালো মেমোরি সঙ্গে করে নিয়ে যাব।' 

ক্রিস সিলভারউডের শ্রীলঙ্কা দলের কোচ থাকাকালীন সময়ে সবচেয়ে বড় সাফল্য নিশ্চিতভাবে ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপ জেতা। ২০২৩ ৫০ ওভারের এশিয়া কাপেও তাঁরা ফাইনালে উঠেছিল। ঘরে ও বাইরে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজও জিতেছে তাঁরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ জয় তার মধ্যে অন্যতম।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three