দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে পরপর দুই ইনিংসে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। আর তাতেই বাংলাদেশের ইনিংস পরাজয়য়। টানা দুই টেস্ট হেরে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটের পরাজয়, চট্টগ্রামে এসে প্রোটিয়ারা পেল ইনিংস ও ২৭৩ রানের বড় জয়। আজ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ব্যাট করেছে ৮০ ওভার, ২৬৪ রান করার বিপরীতে হারায় ১৬ উইকেট। আর তাতেই লেখা হয়ে গেছে বড় পরাজয়।
আজ সারাদিনে দুই বার ব্যাট করতে নেমে বাংলাদেশ হারিয়েছে মোট ১৬ উইকেট। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের বিপরীতে বাংলাদেশ করতে পারে কেবল ১৫৯। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে আবারও সেই বিপর্যয়। এবার টাইগাররা গুটিয়ে গেছে ১৪৩ রানে। কাগিসো রাবাদার পর ফাইফার পূর্ণ করলেন কেশব মহারাজ।
প্রথম ইনিংসে বাংলাদেশ অল্পতে গুটিয়ে যাওয়ায় প্রোটিয়াদের লিড হয় ৪১৬ রানের। দক্ষিণ আফ্রিকা ফলোঅন করানোয় দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের হাল ঐ একই। রান করার চেয়ে তারা ব্যস্ত হয়ে পড়েন উইকেট তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরতে।
টপ অর্ডারের ৪ ব্যাটারের মধ্যে দুই অংকের ঘরে পৌঁছান কেবল মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলাম আউট হন কেবল ৬ করে। তিনে নামা জাকির হাসান ৭ রানের বেশি করতে পারেননি। আগের ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ করা মুমিনুল হক এবার হয়েছেন ডাক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য করেছেন ৩৬। দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম বিদায় নেন ২ করতেই। স্বস্তি এনে দিতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজও।
অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও পরের ইনিংসে পেয়েছেন রানের দেখা। ৬৪ বল খেলা অঙ্কন রান করেছেন ২৯। তাইজুলের ব্যাট থেকে আসে ১ রান। শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ ব্যাট হাতে রীতিমতো ঝড় বইয়ে দেন। কমাতে থাকেন হারের ব্যবধান।
সকালে ৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম আর মুমিনুল হকের ১০৩ রানের অবিশ্বাস্য জুটিতেই বাংলাদেশ পেয়েছে ১৫৯ রানের সংগ্রহ। ৮২ রানের ইনিংস খেলে বিদায় নেন মুমিনুল, তাইজুল ইসলাম শেষ ব্যাটার হিসেবে আউট হন ৩০ রানে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান। কিন্তু কাগিসো রাবাদার ফাইফার আর ড্যান প্যাটারসন, কেশব মহারাজের জোড়া শিকারে বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ১৫৯ রানে।