Image

ছিটকে গেলেন সৌম্য সরকার, অনিশ্চিত বিপিএলে খেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ছিটকে গেলেন সৌম্য সরকার, অনিশ্চিত বিপিএলে খেলা

ছিটকে গেলেন সৌম্য সরকার, অনিশ্চিত বিপিএলে খেলা

ছিটকে গেলেন সৌম্য সরকার, অনিশ্চিত বিপিএলে খেলা

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে িরোপা জিতিয়েছিলেন সৌম্য সরকার, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্ম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টেনে নিয়েছিলেন। ওয়ানডে সিরিজে ১৯, ২, ৭৩ এর পর টি-টোয়েন্টিতে ৪৩ ও ১১ রান করেন। তবে ইনজুরিতে পড়ে ৩য় ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭ম ওভারের ৩য় বল। তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন রভম্যান পাওয়েল। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য ক্যাচ তো ছাড়েনই, বাধান চোটও। আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌম্য। পরে তাঁকে নেওয়া হয় হাসপাতালে স্ক্যানের জন্য। 

ম্যাচ শেষে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানায় 'বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার আজ সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন, যা তাকে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে রাখতে পারে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় তিনি ডান হাতের তর্জনী আঙুলে আঘাত পান এবং এরপর ম্যাচে আর অংশ নেননি।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, “ফিল্ডিং করার সময় সৌম্য ডান হাতের তর্জনী আঙুলে কাট ইনজুরি পেয়েছেন, যার জন্য পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। ম্যাচের পর এক্স-রে করানো হয়, যেখানে প্রভাবিত স্থানে সাবলাক্সেশন ধরা পড়েছে। তার সেরে উঠতে প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।”

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর আসর। এই চোটে বিপিএলে খেলা অনিশ্চিত হয়ে গেল সৌম্য সরকারের। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three