Image

ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন শোয়েব আখতার

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন শোয়েব আখতার

ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন শোয়েব আখতার

ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন শোয়েব আখতার

ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। তবে এবারের মুখোমুখি লড়াইতে হাড্ডাহাড্ডি কিছুই হলো না। বরং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবারের ম্যাচে পাকিস্তান দলের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভরাডুবি ঘটে। তাতেই ভারতের দাপুটে জয় ৭ উইকেট আর ২৫ বল হাতে রেখে। পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সে ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার।

সরাসরি নিজের দেশকে আঘাত করেই তিনি বলেন, “পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। এই দলের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করার কোনো মানে নেই।”

ভারতের বিপক্ষে পাকিস্তানের লজ্জাজনক ব্যাটিং নিয়ে শোয়েব আখতার জানান, “আগে ব্যাট করুক কিংবা পরে, পাকিস্তান ১৩০ রানের বেশি করতে পারত না। সেটাই হয়েছে।” তবে একেবারেই হতাশ হননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। তিনি আরও যোগ করেন, “এটা হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো দিক হলো আমরা সাইম আইয়ুবকে একজন স্পিনার হিসেবেও পাচ্ছি। এটা দলের জন্য ইতিবাচক।”

পাকিস্তানের ক্রিকেটারদের কোনো কৌশল নেই বলেও মন্তব্য করেন সাবেক গতি তারকা। তিনি বলেন, “আমাদের ক্রিকেটের মান কেমন সেটা প্রকাশ হয়ে গেল। কোনো কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না। এমনকি আমাদের মানসম্পন্ন ব্যাটারও নেই। ভারতের সূর্যকুমার যাদবকে দেখুন সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। মানের দিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য একটু ভালো দল।”

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের ৪০ রানের ইনিংস কিছুটা ভরসা জাগালেও তার ব্যাটিং ছিল একেবারেই কচ্ছপগতির। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাট (১৬ বলে ৩৩) পাকিস্তানকে কোনোমতে ১২৭ রানে পৌঁছে দেয়। কিন্তু সেই লক্ষ্য ভারতের জন্য ছিল নিতান্তই সহজ। দাপুটে ব্যাটিংয়ে মাত্র ১৫.৫ ওভারেই সহজ জয় নিশ্চিত করে সূর্য কুমার যাদবের দল।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three