Image

লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে

লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে

লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে

অবশেষে আইপিএলে দল পেয়েছে শারদুল ঠাকুর। লখনৌ সুপার জায়ান্টস তাকে দলে নিয়েছে। মূলত লখনৌয়ের মসহিন খান চোটে পড়ায় তার জায়গায় দলে নেয়া হয়েছে শার্দুলকে। 

ভারতের হয়ে তিন সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শারদুল ঠাকুর।  তবে সবাইকে অবাক করে দিয়ে এবার আইপিএলে নিলামে তিনি ছিলেন অবিক্রীত। মহসিন খানের চোটে ভাগ্য খুলেছে এই পেস বোলিং অলরাউন্ডারারের। 

শারদুল ঠাকুর একজন অভিজ্ঞ অলরাউন্ডার। তাকে ২ কোটি রুপি রিজার্ভ প্রাইজে সাইন করানো হয়েছে। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আইপিএলে ৯৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি আইপিএলে পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিশাখাপত্তনমে সোমবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রিশাভ পান্ট্যের লখনৌ সুপার জায়ান্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three