Image

'আমি কীভাবে খেলায় ফোকাস ধরে রাখছি এটা আল্লাহ্‌ জানে'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'আমি কীভাবে খেলায় ফোকাস ধরে রাখছি এটা আল্লাহ্‌ জানে'

'আমি কীভাবে খেলায় ফোকাস ধরে রাখছি এটা আল্লাহ্‌ জানে'

'আমি কীভাবে খেলায় ফোকাস ধরে রাখছি এটা আল্লাহ্‌ জানে'

সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। সরকার পতনের পর থেকেই একের পর এক শুনতে হচ্ছে দুঃসংবাদ। কখনো হত্যা মামলা কখনো বা ৫০ লাখ টাকা জরিমানা। সাকিবের নিজের দেশে ফেরা নিয়েও রয়েছে নিরাপত্তাজনিত শঙ্কা। এত খারাপ সময়ের মধ্যেও ক্রিকেটটা নিয়মিত খেলে যাচ্ছেন। তাই সাকিবের কাছে প্রশ্ন কীভাবে ফোকাস ধরে রাখেন তিনি?

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদসম্মেলনে এসে সাকিব দিয়েছেন এই প্রশ্নের উত্তর। "কঠিন অনেক কঠিন। আমি কীভাবে ধরে রাখছি এটা আল্লাহই জানে আসলে আমি নিজেও জানি না। যেটা বললেন একটা কেইস হয়েছে। সবারই অধিকার আছে। আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেইস হয়েছে বা তখন আমি কোথায় ছিলাম বা আমার কাজ কী ছিল। এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না।"

সাকিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রমাণ চান জানিয়ে তিনি বলেন, "আরেকটা জিনিস যেটা সদ্য হয়েছে আমার জীবনে আমি আসলে কখনও নিজে থেকে ট্রেড করিনি। কেউ যদি বলে যদি এই ট্রেড নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। এগুলো আসলে যে কেউ যেকোনো কিছু করতেই পারে। তবে যদি একটু সুন্দর করে করত তাহলে মনে হয় ভালো হত। আমার জন্য মেন্টালি একটু ভালো হত। মিথ্যা অভিযোগগুলা আমার মনে হয় না এটা আমাদের দেশের জন্য ভালো হবে। বিশেষ করে বাইরের দেশের মানুষ যখন আমাদের নিয়ে কথা বলবে জিনিসগুলা খুব একটা ভালো হবে। আমি যখন জীবনে কোনো ট্রেডই করিনি নিজ থেকে যেই শব্দগুলাও ব্যবহার করেছে এটা আমার জন্য দুঃখজনক।"

বিপদের সময় পাশে ছিল কিছু মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাকিব বলেন, "আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। তাদের এই সাপোর্টগুলা সবসময় অনুপ্রাণিত করে। তাদের এই সাপোর্টের কারণেই আমার মনে হয় আমি এত দূর আসতে পেরেছি।"

বাংলাদেশে ফেরা নিয়ে সাকিবের ভাষ্য, "আমি বাংলাদেশের নাগরিক। তবে বাংলাদেশ থেকে ফিরে আসার ব্যাপারে কিছুটা চিন্তা আছে। বাংলাদেশে থাকার সময়ের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তা আছে যা শুনছি। তবে অবস্থা উন্নত হচ্ছে আশা করি দেখা যাক।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three