বাবর আজম টি-টোয়েন্টি দলে মানানসই নন বলছেন শেবাগ
বাবর আজম টি-টোয়েন্টি দলে মানানসই নন বলছেন শেবাগ
বাবর আজম টি-টোয়েন্টি দলে মানানসই নন বলছেন শেবাগ
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ভালো করেনি পাকিস্তান। সেই স্মৃতি সঙ্গী করেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলতে যুক্তরাষ্ট্র গিয়েছিল পাকিস্তান দল। সেখানেও বাবর আজমের দলের সঙ্গী হয়েছে ব্যর্থতা।
এমনিতে পাকিস্তান দলকে নিয়ে যখন কারও কোন আশা থাকেনা তখনই তাঁরা পারফর্ম করে চমকে দেয়। যেমন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমনটা হয়নি।
নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে শুরু, ভারতের বিপক্ষে জয়ের অবস্থা তৈরি হলেও হারে বাবর আজমরা। কানাডা ও আয়ারল্যান্ডকে হারালেও তা সুপার এইটে যাবার জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তানের ভরাডুবিতে অধিনায়ক বাবর আজমের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তাঁর মতে পাকিস্তান যদি নতুন অধিনায়ক নির্বাচন করে তাহলে বাবর আজম টি-টোয়েন্টি দলে জায়গাই পাবেন না।
ক্রিকবাজের সঙ্গে আলাপে বীরেন্দর শেবাগ বলেন, 'বাবর আজম ছক্কা হাঁকানোর মত ব্যাটার না। সে তখনই ছক্কা হাকায় যখন সে সেট হয়ে যায় আর স্পিনার বোলিং করে। আমি তাঁকে কখনো ফাস্ট বোলারদের বিপক্ষে এগিয়ে এসে বা কাভার দিয়ে ছক্কা মারতে দেখিনি, এটা তাঁর খেলাই নয়। সে সেফ ক্রিকেট খেলে। তাই সে ধারাবাহিকভাবে রানের দেখা পায় এবং তাঁর স্ট্রাইক রেট ভালো না।'
'তবে নেতা হিসাবে আপনাকে দেখতে হবে এই খেলা দলের জন্য জরুরি কিনা। দি না হয় তাহলে নিজেকে নিচে নামাও, এবং এমন কাউকে পাঠাও যে পাওয়ারপ্লের ছয় ওভারে বড় শট মারতে পারে এবং দলকে ৫০-৬০ রান এনে দিতে পারে। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, তবে যদি অধিনায়ক বদল হয়, বাবর আজম টি-টোয়েন্টি দলে জায়গা ডিজার্ভ করেন না। আজকের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তাঁর পারফরম্যান্স, স্ট্রাইক রেট মানানসই না।'