অপরাজিত স্যামসনে রাজস্থানের আরও এক জয়
- 1
মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
- 2
আইভরিকোস্টকে ৭ রানে অলআউট করে নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে
- 3
অধিনায়ক তামিমের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হারাল বাংলাদেশ
- 4
ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি
- 5
টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স
অপরাজিত স্যামসনে রাজস্থানের আরও এক জয়
অপরাজিত স্যামসনে রাজস্থানের আরও এক জয়
রাজস্থান রয়্যালস জয়ের ধারা ধরে রাখার জন্য দারুণ পারদর্শিতা দেখাচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবার রাতের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস’কে ৭ উইকেটে হারিয়েছে দলটি। দেখা যায়, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে লক্ষ্ণৌ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রাজস্থান।
লক্ষ্ণৌ এর মাঠে টসে জয় লাভ করে রাজস্থান। সিদ্ধান্ত নেয় পরে ব্যাট করার। লক্ষ্যমাত্রা নিয়ে খেলার ম্যাচে বেশ ভালোভাবেই তা পাড়ি দেয় দলটি। যেখানে বড় ভূমিকা রাখেন অধিনায়ক সানজু স্যামসন। অপরাজিত থেকেই এই ব্যাটার দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।
দুই ওপেনারের শুরুটা বেশ ভালোই হয়েছিল। তবে পরপর দুই ওভারে জস বাটলার এবং ইয়াশাসভি জাইসাওয়াল– দুজনেই ফিরে যান, ২৪ ও ৩৪ রান করে।
এরপরই স্যামসনের ব্যাটিং নৈপূন্য শুরু। রিয়ান পরাগের ইনিংস বড় হয়নি। তবে ধ্রুব জুরেল ঠিকই এসে জমে বসেন অধিনায়কের সাথে। শেষ পর্যন্ত নির্বিঘ্নে স্যামসন ও জুরেল মিলে দলকে জয়ী করে মাঠ ছাড়েন।
স্যামসন ৩৩ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন এবং জুরেল ৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়ে লক্ষ্ণৌ। দলীয় ১১ রানে কুইন্টন ডি কক এবং মার্কাস স্টইনিসের উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অবশ্য অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুদা মিলে শুরুর ধাক্কা ভালোভাবেই সামলে ওঠেন।
দলীয় শতক ছাড়ানোর পর হুদার উইকেটটি তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। এই ব্যাটার ফিরে যান ৩১ বলে ৫০ রান করে। নতুন ব্যাটার নিকোলাস পুরান টিকতে পারেননি বেশিক্ষণ। সন্দীপ শর্মার দ্বিতীয় শিকার হয়ে ফিরতে হয়েছে মাত্র ১১ রান করে।
১৮তম ওভার চলাকালে রাহুলের উইকেট তুলে নেয় দিল্লি। অধিনায়ক ফিরেছেন ৪৮ বল খেলে ৭৬ রানে। তখন দলের সংগ্রহ ছিল ১৭৩ রান। এরপর আইয়ুশ বাদোনি ও ক্রুনাল পান্ডিয়া মিলে যতটুকু এগিয়ে নিলেন, তাতে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান পর্যন্ত সংগ্রহ তোলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।