Image

সল্ট ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড দিল বার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সল্ট ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড দিল বার্তা

সল্ট ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড দিল বার্তা

সল্ট ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড দিল বার্তা

শেষ মুহুর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো।  সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে ৮ উইকেট ও ১৫ বল বাকি রেখেই। স্বাগতিকদের বিপক্ষে এমন দাপুটে জয়ে অন্যদের বার্তা দিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪০ ও ব্যক্তিগত ২৩ রানে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন ওপেনার ব্রেন্ডন কিং। তারপর মন্থর জুটি গড়েন জনসন চার্লস এবং নিকোলাস পুরান। দুজন মিলে ৬৬ বল খেলে করেন মাত্র ৭৪ রান। পাওয়ারপ্লেতে ৫৪ রান এলেও পরের ৮ ওভারে ৬৩ রানের বেশি আসেনি। 

শেষ দিকে রভম্যান পাওয়েল ঝড়ো গতিতে ব্যাট চালাতে থাকেন। ১৫তম ওভারেই লিয়াম লিভিংস্টোনকে মারেন তিন ছক্কা। ১৭ বলে ৩৬ রান করে সেই লিভিংস্টোনের বলেই আউট হয়ে যান পাওয়েল। তারপর ১৫ বলে ২৮ রানের ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাড়ায় ১৮০ রানের।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জফরা আর্চার, লিভিংস্টোন, মইন আলি ও আদিল রশিদ।

রান তাড়ায় পাওয়ার প্লে তে দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও সল্ট তোলেন  ৫৮ রান। দলীয় ৬৭ রানে এই জুটি ভাঙে অফ স্পিনার রস্টন চেজের বলে। বাটলার আউট হলে ওয়ানডাউনে ব্যাট করতে আসেন মইন আলি, তবে বেশীদূর আগাতে পারেননি। সল্ট ফিফটি পূর্ণ করেন ৩৮ বলে।

সল্ট ও বেয়ারস্টোর ৪৪ বলে ৯৭ রানের জুটি অবিচ্ছিন্ন থেকেই নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়। ব্যাটিংয়ে নেমে বেয়ারস্টো ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক। তিনি করেন ২৬ বলে ৪৮ রান। রোমারিও শেফার্ডের করা ১৬তম ওভারে সল্ট নেন ৩০ রান। ১৫ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। সল্ট অপরাজিত থাকে ৪৭ বলে ৮৭ রান করে।

ইংল্যান্ডের দুটি উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল ও রস্টন চেজ। ৮৭ রান করে ম্যাচ সেরা হন ফিল সল্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three