টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন রিপন মন্ডল, অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন রিপন মন্ডল, অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন রিপন মন্ডল, অধিনায়ক লিটন দাস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মত জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন রিপন মন্ডল।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে নেই গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরেই। টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কের আর্মব্যান্ড মেহেদী হাসান মিরাজ পরলেও টি-টোয়েন্টিতে সেটা পরছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবকটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।