ঈদের পর রিভিউ, লঙ্কানদের সাথে ভরাডুবিতে আক্ষেপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ঈদের পর রিভিউ, লঙ্কানদের সাথে ভরাডুবিতে আক্ষেপ

ঈদের পর রিভিউ, লঙ্কানদের সাথে ভরাডুবিতে আক্ষেপ

ঈদের পর রিভিউ, লঙ্কানদের সাথে ভরাডুবিতে আক্ষেপ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ দল। ২ টেস্টেই হার দেখেছে দল, হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স ভক্ত সমর্থক তো বটেই, হতাশ করেছে বিসিবি কর্তাদেরও। লঙ্কানদের বিপক্ষে ভরাডুবি নিয়ে ঈদের পর আলোচনায় বসবে বোর্ড। 

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। ম্যাচ শেষে নারীদের ম্যাচের পাশাপাশি গণমাধ্যমের সাথে পুরুষ দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন।

ম্যাচ হারা নিয়ে আপত্তি নেই জালাল ইউনুসের, তবে আপত্তি ম্যাচ হারার ধরণে। লঙ্কানরা ৫০০ রান করাতে অন্তত ৪০০ করতে হত, সেটা হয়নি দেখে আক্ষেপ তাঁর। 

জালাল ইউনুস বলেন, 'হতে পারে, আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে।' 

ব্যাটারদের পারফরম্যান্সই বেশি হতাশ করেছে জালালকে। নতুন ক্রিকেটাররা খারাপ করলেও সেটা মেনে নিচ্ছেন তিনি। তবে অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে পারফরম্যান্স না আসাতে আক্ষেপ বেড়েছে তাঁর।

'হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটাররা রান করতে পারে। আমার কাছে মনে হয়েছে টেস্টে যারা নতুন প্লেয়ার খেলছে ওদের একটু সময় দিতে হবে। টেস্ট দলে ঢুকে প্রথম থেকেই এডজাস্ট করা একটু টাফ। ২-৩ জন নতুন প্লেয়ার আছে নাম বলছি না। তাদের সময় লাগবে। অভিজ্ঞ যারা ছিল যারা রান করে নাই আশা করেছিলাম। কোনো অভিজ্ঞ প্লেয়ার থেকে ২টা জুটি হলে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই নাই এটা আমাদের বড় একটা আক্ষেপ। বোলিং মোটামুটি ভালো হয়েছে।' 

লঙ্কানদের বিপক্ষে ভরাডুবি নিয়ে রিভিউ করবে বোর্ড। যেখানে নির্বাচক, সিনিয়র ক্রিকেটাররা থাকবেন ক্রিকেট অপারেশন্সের সাথে সভাতে।  

জালাল ইউনুস বলেন, 'ঈদের পর নির্বাচক, কিছু সিনিয়র প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। আমরা রিভিউ করব শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা হয়ে গেল। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের অ্যাড্রেস করতে হবে।'