রিশাদকে টেস্টে দেখা এখন কেবল সময়ের অপেক্ষাঃ মুশতাক আহমেদ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রিশাদকে টেস্টে দেখা এখন কেবল সময়ের অপেক্ষাঃ মুশতাক আহমেদ
রিশাদকে টেস্টে দেখা এখন কেবল সময়ের অপেক্ষাঃ মুশতাক আহমেদ
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, খুব দ্রুতই টেস্ট দলের সাদা পোশাকে দেখা যাবে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট শিকার করে নিজের সেরা বোলিং করেছেন রিশাদ। ৩৫ রানের বিনিময়ে তার এই সাফল্য বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে কোনো স্পিনারের সেরা বোলিং রেকর্ড।
এখনও টেস্টে অভিষেক না হলেও রিশাদ ইতিমধ্যেই ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। মুশতাকের বিশ্বাস, এই লেগস্পিনার দীর্ঘ ফরম্যাটেও বড় ভূমিকা রাখতে পারবেন। তার ভাষায়, “আমি শতভাগ নিশ্চিত, রিশাদ টেস্ট খেলবে।”
কোচ ব্যাখ্যা দেন, রিশাদের উচ্চতা ও বৈচিত্র্য টেস্টে বিশেষ ভূমিকা রাখতে পারে, “বিশেষ করে শেষ চার ব্যাটারদের বিরুদ্ধে, যেমন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দল যারা গভীর ব্যাটিং লাইনআপ নিয়ে নামে, সেখানে রিশাদের উচ্চতা, বাউন্স আর রং-ওয়ান ওভারগুলো ভয়ংকর হতে পারে। শেষদিকের ব্যাটাররা ওর রং বল বুঝতেই পারে না। তবে জায়গাটা তাকে নিজের বোলিং দিয়েই অর্জন করতে হবে।”
রিশাদের বিকাশে আফগান তারকা রশিদ খানের সঙ্গে তার আলাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, “এশিয়া কাপে আমি চেয়েছিলাম রিশাদ যেন রশিদের সঙ্গে কথা বলে। তারা দুজনের মধ্যে দারুণ কিছু ভাবের বিনিময় হয়েছে। রিশাদ আলাদা ধরণের বোলার, কিন্তু দুজনই স্পিন নিয়ে গভীর জ্ঞান রাখে।”
তিনি আরো বলেন, “রশিদ বা আদিল রশিদের মতো সিনিয়রদের সঙ্গে তরুণদের কথা বলা খুব দরকার। এটা দারুণ ব্যাপার যে, আন্তর্জাতিক অঙ্গনেও এখন রিশাদকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে।”
সিরিজের দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে আত্মবিশ্বাসী মুশতাক আহমেদ বলেন, “ইনশাআল্লাহ, আমরা পারব।”
তার মতে, দলের সাফল্যের মূল চাবিকাঠি আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা “কোচ হিসেবে আমাদের কাজ ছেলেদের নিজেদের ওপর বিশ্বাস গড়ে দিতে সাহায্য করা। বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস। যদি আমার বিশ্বাস দুর্বল হয়, খেলোয়াড়েরাও সেটা টের পাবে। আন্তর্জাতিক ক্রিকেট মানসিকতার খেলা, বিশ্বাস আর ধৈর্যই এখানে সব। বাংলাদেশের ছেলেরা ভীষণ প্রতিভাবান, তারা চাইলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।”