ছোট ব্যাটে অনুশীলন, বড় কিছুর ইঙ্গিত মুশতাকের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 17 মিনিট আগে
ছোট ব্যাটে অনুশীলন, বড় কিছুর ইঙ্গিত মুশতাকের

ছোট ব্যাটে অনুশীলন, বড় কিছুর ইঙ্গিত মুশতাকের

ছোট ব্যাটে অনুশীলন, বড় কিছুর ইঙ্গিত মুশতাকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ ওয়ানডে দল। মিরপুরে প্রথম ম্যাচে ৭৪ রানের জয় কেবল সিরিজে এগিয়ে দেওয়াই নয়, ফিরিয়েছে আত্মবিশ্বাসও। সাম্প্রতিক চার সিরিজে একটিতেও জিততে না পারা দল এখন চাইছে ধারাবাহিকতা ধরে রেখে হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ করতে।

স্পিন-বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, এই দল তা পারবে — যদি নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে। তার ভাষায়,
“ইনশাআল্লাহ, বাংলাদেশ সিরিজ জিতবে। কোচ হিসেবে আমরা ছেলেদের আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করি। আন্তর্জাতিক ক্রিকেটে মানসিক দৃঢ়তা আর বিশ্বাসই সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের ছেলেরা ভীষণ প্রতিভাবান, তারা চাইলে যে কাউকে হারাতে পারে।”

আগামী ২১ অক্টোবর একই ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তার আগে আজ অনুশীলনে দেখা গেছে ভিন্নমাত্রার প্রস্তুতি। পুরো সেশনজুড়ে গুরুত্ব ছিল ফুটওয়ার্কে—বিশেষ করে স্পিনের বিপক্ষে সামনে-পেছনে খেলে স্ট্রাইক রোটেশন ধরে রাখার কৌশলে।

মুশতাক বলেন, “আমরা চাই অনুশীলনের প্রতিটি সেশন যেন ম্যাচের মতো বাস্তব হয়। এতে ব্যাটারদের ‘মাসল মেমোরি’ তৈরি হয়, যাতে ম্যাচের সময় তারা সহজে মানিয়ে নিতে পারে। সিমন্সও জোর দিয়েছেন মিডল ওভারে কীভাবে সিঙ্গেল নিতে হয়, কীভাবে ঘুরিয়ে খেলা যায়—সেদিকে।”

অনুশীলনে কয়েকজন ব্যাটারকে দেখা গেছে ছোট আকারের ব্যাট ব্যবহার করতে। এর ব্যাখ্যায় মুশতাক বলেন, “ছোট ব্যাট ব্যবহারের মূল উদ্দেশ্য হলো মাথা বলের কাছে আনা। স্পিনিং উইকেটে ব্যাটারদের ফুটওয়ার্ক নিখুঁত হতে হয়। সামনে বা পেছনে খেলুক, যেন বলের কাছেই থাকে। এতে ভালো বলেও রান নেওয়া যায়, যা বোলারকে চাপে ফেলে দেয়।”

দলের মধ্যে এখন উৎসাহ ও আত্মবিশ্বাস দুই-ই তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ—আর মুশতাক আহমেদের মতে, সেই বিশ্বাসটাই হবে টাইগারদের সবচেয়ে বড় শক্তি।