Image

আইসিসির যে নিয়মে ৫ রান পেনাল্টি পেল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির যে নিয়মে ৫ রান পেনাল্টি পেল ভারত

আইসিসির যে নিয়মে ৫ রান পেনাল্টি পেল ভারত

আইসিসির যে নিয়মে ৫ রান পেনাল্টি পেল ভারত

স্কোরবোর্ডে দেখা যাচ্ছিলো জিততে হলে ভারতের দরকার ৩৫ রান। কিন্তু নতুন ওভার শুরুর আগে হঠাৎই সেই ৩৫ রান নেমে এলো ৩০ এ! ৫ রান পেনাল্টি দেয়া হয়েছে ভারতকে। যুক্তরাষ্ট্র দল ওভার শুরু করে দেরিতে, নতুন চালু হওয়া 'স্টপ ক্লক' নিয়ম ভাঙায় পেনাল্টিতে ৫ রান যোগ হয়ে যায় ভারতের সংগ্রহে।

২য় ইনিংসে ভারতের বিপক্ষে বোলিং করতে যেয়ে চাপের মুখে সময়ের হিসাবে গড়বড় করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে সময়ক্ষেপণ কমিয়ে খেলার গতি বাড়াতে 'স্টপ ক্লক' চালু করেছে আইসিসি। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত অস্থায়ীভাবে ব্যবহার করা নিয়মটিকে গত ১ জুন থেকে পাকাপাকিভাবে অনুমোদন দেওয়া হয়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের 'প্লেয়িং কন্ডিশন'-এর ৪১.৯.৪ অনুচ্ছেদে এই নিয়ম সম্পর্কে বলা আছে।

নতুন এই নিয়ম অনুসারে, ফিল্ডিং করা দল দুটি ওভার করার মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নিতে পারবে না। যদি তারা একই ম্যাচে তিনবার দুটি ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলে, তাহলে প্রতিপক্ষ দলের স্কোরবোর্ডে ৫ রান যোগ হবে। ব্যাটিংরত দল সেটা পাবে পেনাল্টি হিসাবে।

তবে কোনো নতুন ব্যাটার ক্রিজে এলে বা অফিসিয়ালি পানি পানের বিরতি দেওয়া হলে বা আম্পায়ারের অনুমতি সাপেক্ষে কোনো খেলোয়াড় চোটের জন্য মাঠের ভেতরে চিকিৎসা নিলে 'স্টপ ক্লক' প্রযোজ্য হবে না। আর নতুন ওভার শুরুর জন্য ৬০ সেকেন্ড সময় গণনা কখন শুরু হবে, তা নির্ধারণ করবেন তৃতীয় আম্পায়ার। 

নিয়ম অনুসারে নিউইয়র্কে বুধবার অনুষ্ঠিত ম্যাচে তিনবার দুটি ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। তাই শাস্তি হিসেবে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টিতে ৫ রান দেওয়া হয় ভারতকে। আইসিসি 'স্টপ ক্লক' নিয়ম চালু করার পর এই প্রথম কোনো দলের পেনাল্টিতে ৫ রান মিলেছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষ্যে জয়ে সুপার এইটে উঠে গেছে ভারত। অন্যদিকে হারের পরও 'এ' গ্রুপ থেকে ভারতের সঙ্গে সুপার এইটে ওঠার দৌড়ে এখনো পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।

Details Bottom
Details ad One
Details Two
Details Three