Image

মুস্তাফিজকে নিয়ে শ্রীলঙ্কার যত ভয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 26 সেকেন্ড আগে
মুস্তাফিজকে নিয়ে শ্রীলঙ্কার যত ভয়

মুস্তাফিজকে নিয়ে শ্রীলঙ্কার যত ভয়

মুস্তাফিজকে নিয়ে শ্রীলঙ্কার যত ভয়

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে লঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা সতর্ক। প্রতিপক্ষকে সমীহ করে জানালেন, সহজ জয় আশা করছেন না তিনি। স্পিনবান্ধব প্রেমাদাসায়ও চান ব্যাটারদের জন্য অনুকূল উইকেট।

বাংলাদেশের বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমানকে হুমকি হিসেবেই দেখছেন আসালাঙ্কা। তার ভাষায়, "মুস্তাফিজ দুর্দান্ত এক বোলার, সেটা সে আগেই প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের পরিকল্পনা আছে তার বিরুদ্ধে, কারণ জানি সে ভয়ংকর হয়ে উঠতে পারে।"

প্রেমাদাসা স্টেডিয়ামকে সাধারণত স্পিন সহায়ক হিসেবে ধরা হয়। তবে আসালাঙ্কা চান ব্যাটারদের জন্য উপযোগী উইকেট। "সাধারণত প্রেমাদাসা স্পিনবান্ধব ট্র্যাক। কিন্তু আমি চাই এই ম্যাচটা ভালো ট্র্যাকে হোক, স্পিনবান্ধব নয়। এতে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারবে। কাল দেখা যাবে কেমন হয়।"

ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছেন না আসালাঙ্কা। "আমি মনে করি না এটা সহজ জয় হবে। প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, এবং তারা সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। আমরা সর্বশেষ যখন বাংলাদেশে খেলেছিলাম, ওরাই জিতেছিল। তাই এটা বড় চ্যালেঞ্জ।"

প্রতিপক্ষ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে তিনি বলেন, "আমি শুধু একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি, মিরাজ একজন ভালো বোলার এবং ব্যাটসম্যান। তবে তার নেতৃত্ব সম্পর্কে আমার কিছু বলা ঠিক হবে না।"

বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে আসালাঙ্কার অভিমত, "আমরা ভালো বন্ধু। তবে যখন মাঠে নামি, তখন সেটা প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়। সবাই চায় এই উত্তাপটা দেখতে। তবে দিন শেষে আমরা একে অন্যের ভালো বন্ধু।"

Details Bottom