Image

৫ রানে নেই ৭ উইকেট, ম্যাচের হারের যে কারণ বললেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 18 মিনিট আগে
৫ রানে নেই ৭ উইকেট, ম্যাচের হারের যে কারণ বললেন তাসকিন

৫ রানে নেই ৭ উইকেট, ম্যাচের হারের যে কারণ বললেন তাসকিন

৫ রানে নেই ৭ উইকেট, ম্যাচের হারের যে কারণ বললেন তাসকিন

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারের বেদনায় ভাঙা বাংলাদেশ। ব্যাটিং লাইনে আকস্মিক ধস ছিল পরাজয়ের মূল কারণ। ম্যাচ শেষে স্পষ্টভাষায় সেটি স্বীকার করে নিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

তাসকিন বলেন, "১৬ ওভার শেষে ১০০ রান ছিল। জাকের ফিফটি করছিল, কিন্তু একটি রান আউট আর তামিমের আউটের পরেই ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে যায়। এরপর একটা বড় ব্যাটিং কলাপ্স হয়।"

তাসকিনের মতে, প্রেমাদাসার উইকেট একেবারে খারাপ ছিল না। তার ভাষায়, “২-৩ জন ব্যাটারের ব্যাটিং দেখলে মনে হয়নি উইকেট এতটা বাজে ছিল। এটা আমাদেরই ব্যর্থতা।”

দলের ব্যর্থতায় ব্যক্তিগত দুঃখও লুকাননি এই ফাস্ট বোলার। বলেন, “বোলার হিসেবে আমাদের শেষের দিকের লড়াইটা ভালো ছিল। আমরা ওদের ৩০-৪০ রান কমে থামাতে পেরেছিলাম। কিন্তু সেই লড়াই টিকিয়ে রাখতে পারেনি ব্যাটিং লাইনআপ। একজন খেলোয়াড় হিসেবে এটা খুবই দুঃখজনক।”

বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন তাসকিন। তার মতে, “এই মুহূর্তে আমাদের স্কোয়াডে যারা আছে, তারাই সেরা। গেম অ্যাওয়ারনেস, মেন্টাল শক্তি—এসব জায়গায় আমরা এখনো পিছিয়ে। তবে উন্নতির চেষ্টা চলছে।”

ব্যক্তিগত ইনজুরি প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন তিনি। "তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছি। কিছুটা জড়তা ছিল। চেষ্টা করছি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে," জানান তাসকিন।

সবশেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “স্বপ্ন ছাড়া এগোনো যায় না। আমরা প্রতিদিন চেষ্টা করছি। দোয়া রাখবেন যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি।”

বাংলাদেশের পরবর্তী ম্যাচে দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সে দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

Details Bottom