Image

মুশফিক-রিয়াদের অভাব পূরণ করবেন লিটন আর মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুশফিক-রিয়াদের অভাব পূরণ করবেন লিটন আর মিরাজ

মুশফিক-রিয়াদের অভাব পূরণ করবেন লিটন আর মিরাজ

মুশফিক-রিয়াদের অভাব পূরণ করবেন লিটন আর মিরাজ

চ্যালেঞ্জের সময়েই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দল ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না, ঘাটতি আছে অভিজ্ঞতায়, আছে ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন। তবু আশাবাদী নতুন ওয়ানডে অধিনায়ক। কলম্বোতে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই আত্মবিশ্বাসের কথাই জানালেন তিনি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে এসে মিরাজ বললেন, "আমরা অনেকদিন ভালো খেলছি না মানেই এই না যে খারাপ করছি। সমস্যা হচ্ছে ধারাবাহিক সিরিজ পাচ্ছি না। ছয় মাস পর পর খেললে ঘাটতি থেকেই যায়। সামনে যদি ব্যাক টু ব্যাক সিরিজ পাই, তাহলে কামব্যাক করতে পারব।"

ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নের মুখে মিরাজ জানান, দলে নেতৃত্ব নয়, সমন্বয় বেশি জরুরি। শান্তর সঙ্গেও তার বোঝাপড়ার জায়গাটা পরিষ্কার, “শান্ত যখন ক্যাপ্টেন ছিল, আমি পাশে ছিলাম। দলকে সাপোর্ট করা সবার দায়িত্ব। পারফর্ম করলে দেশ ভালো করবে। শান্ত আর আমার মাঝে কোনো ইগো নেই, টিম আগে, বাংলাদেশ আগে এই মেসেজটা সবার ভেতরে আছে।”

সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ থাকলেও ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন তিনি। "মুশফিক ভাই আর রিয়াদ ভাই খেলেছে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা ছিল খুব গুরুত্বপূর্ণ। এখন তাদের জায়গা পূরণ সহজ না। একটু সময় দিতে হবে। আমরা যারা আছি আমি, শান্ত, লিটন, তাসকিন, মুস্তাফিজ অনেক দিন খেলেছি, জানি আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে খেলতে হয়।"

সিরিজের গুরুত্ব সম্পর্কে বলেন, “বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা আটে থাকা জরুরি। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু চাপে ভেঙে পড়লে চলবে না। ম্যাচ বাই ম্যাচ এগোনোর লক্ষ্য আমাদের।”

অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাপ সামলাতে আত্মবিশ্বাসী মিরাজ। "আমি সব ক্যাপ্টেনের অধীনে খেলেছি মাশরাফি ভাই, তামিম ভাই, শান্ত... চাপ নিতে শিখেছি তাদের কাছ থেকেই। আগে যদি দায়িত্ব পেতাম হয়ত সামলানো কঠিন হতো, এখন মনে হয় প্রস্তুত।"

ব্যাটিং পজিশন নিয়ে বলেন, “যেহেতু মুশফিক-রিয়াদ ভাই নেই, গুরুত্বপূর্ণ দুটি জায়গা, সেখানে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদের। আমি আর লিটন সেই দায়িত্ব নিতে পারি।”

প্রেমাদাসা স্টেডিয়াম নিয়ে তার মন্তব্য, "আমরা জানি এই কন্ডিশন, এখানে খেলার অভিজ্ঞতা আছে। ভারতের বিপক্ষে এখানেই একবার জিতেছি। আত্মবিশ্বাস তৈরি করবে।"

পেসারদের ওয়ার্কলোড প্রসঙ্গে বলেন, "খেলাটা বাংলাদেশের, টেস্ট বা ওয়ানডে যাই হোক। তাসকিন বা অন্য কেউ খেলছে না এটা মাথাব্যথার কিছু না। আমরা ব্যাকআপ নিয়ে ভাবি, টিম ম্যানেজমেন্টও সতর্ক।"

Details Bottom