Image

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দুই অভিষেক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 16 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দুই অভিষেক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দুই অভিষেক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দুই অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।  ব্যাটিংবান্ধব উইকেটে টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালঙ্কা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও স্পিনার তানভীর ইসলামের। শ্রীলঙ্কার মতো বাংলাদেশও একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে।

২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দলে নেই পাঁচ সিনিয়রের কেউ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া ২০ বছরের মধ্যে এই প্রথম ম্যাচ খেলতে নামলো বাংলাদেশ দল।

প্রথম ১০ বল ডট দিয়ে নতুন বাংলাদেশের দারুণ শুরু। প্রথম ওভার করতে এসে মেডেন নেন তাসকিন আহমেদ, পরের ওভারে তানজিম সাকিব খরচ করেন কেবল ১ রান। 

বাংলাদেশ একাদশ-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। 

শ্রীলঙ্কা একাদশ-

নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহেশ থিকশানা, ঈশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো। 

Details Bottom