শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ

শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ

শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ

নাজমুল হোসেন শান্তের অধিনায়কত্বে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল শুরু করেছিল আশার সাথেই। প্রথম ম্যাচে ১৯০ রান তাড়া করে জয় পায় দলটি। প্রথম ম্যাচে সেঞ্চুরি পান শান্ত। শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ।

শান্তের পারফরম্যান্স নিয়ে কোচ রাজিন সালেহ বলেন,"আর শান্তর আসলে যে স্বাভাবিক খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল। ও প্রমাণ করেছে এবং ওর স্বাভাবিক যে ক্রিকেট খেলাটা ও আসলে খেলছে এবং সে পারফর্ম করছে।"

তবে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় রাজশাহী। এই হারে দলের ব্যাটারদের দায় দেখছেন রাজিন সালেহ। তিনি বলেন,"হ্যাঁ, দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গিয়েছি দুর্ভাগ্যবশত। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারিনি।"

তিনি আরো,"আমাদের টপ অর্ডার একটু কলাপ্স করছে। ওখান থেকে কিছুটা অবদান পেলে আমাদের জন্য একটু ভালো হতো।"

প্রথম ম্যাচের জয় নিয়ে রাজিন বলেন,"আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা ১৯০ রান আমরা তাড়া করেছি এবং প্রথম ম্যাচটাই জয় হয়েছে।"

ঢাকার বোলিং আক্রমণ নিয়ে তিনি মন্তব্য করেন,"তাদের (ঢাকা) দুইটা পেস বোলার আছে, বিদেশি দুইটা পেস বোলার এবং স্লগে যারা বল করেছে খুবই ভালো বল করেছে। এজন্য হয়ত ম্যাচটা আমরা ধরতে পারিনি।"