Image

অপরিণত দলের নিউজিল্যান্ড সফর নিয়ে ক্ষোভ ঝাড়লেন রাবাদা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অপরিণত দলের নিউজিল্যান্ড সফর নিয়ে ক্ষোভ ঝাড়লেন রাবাদা

অপরিণত দলের নিউজিল্যান্ড সফর নিয়ে ক্ষোভ ঝাড়লেন রাবাদা

অপরিণত দলের নিউজিল্যান্ড সফর নিয়ে ক্ষোভ ঝাড়লেন রাবাদা

অপরিণত এক দল নিয়ে নিউজিল্যান্ড সফর করেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে এমন দল নিয়ে যাওয়া নিয়ে সেসময় নানা আলোচনা হয়েছে। সিরিজটি হারতে হয়েছে প্রোটিয়াদের। সেই সিরিজ নিয়ে নতুন করে মুখ খুললেন কাগিসো রাবাদা। এই দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মনে করেন, বোর্ডের এমন সিদ্ধান্ত ছিল খুব ‘অগ্রহণযোগ্য’, যার মাশুল দিতে হয়েছে পুরো দলকে।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি’তে অংশ নেওয়ার জন্য টেস্ট দলে সুযোগ দেওয়া হয়নি নিয়মিত খেলোয়াড়দের। নিউজিল্যান্ড সফরের একেবারেই নতুন এক দল গঠন করা হয়। সেই দলকে কিউইদের বিপক্ষে টেস্ট খেলার জন্য পাঠানো হয়। 

এমন ঘটনায় নিয়মিত খেলোয়াড়দের মতামত শোনার মতো জায়গাও বোর্ড তৈরি করেনি সেসময়। আইপিএল খেলতে ভারতে থাকা রাবাদা এসব নিয়ে ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমে। তিনি বলেন, “খুব খুব অগ্রহণযোগ্য একটা ব্যাপার ছিল। এখনো অগ্রহণযোগ্য। অবশ্যই পরিকল্পনার ব্যাপার ছিল। অগ্রহণযোগ্য, আমি এটিই বলব।” 

“এটা পরিকল্পনার ব্যাপার। যা ঘটেছে তা উপর মহল থেকে হয়েছে। এটা, যা হয়েছে, অনেকটা ‘ডাবল বুক’ করার মতো।”

“দিনশেষে, আমাদের কোনো মত দেওয়ার সুযোগ ছিল না, সেখানে (নিউজিল্যান্ড) যাওয়ার জন্য। কারণ এখানে এসএ টোয়েন্টির গুরুত্ব ছিল। এটা এমন যে নিজের পায়ে নিজে গুলি করার মতো।”

রাবাদা টেস্ট ক্রিকেটের গুরুত্ব নিয়েও কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। যেখানে তিনি জানিয়েছেন, টেস্ট হচ্ছে ক্রিকেটের সেরা সংস্করণ। বড় খেলোয়াড় যারা খেলেছেন, তারাও একই কথা বলবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই প্রোটিয়া বোলারের কিছু ক্ষোভ রয়েছে। 

যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেভাবে সুযোগ বুঝে নেয়, অন্যান্য বোর্ডের ক্ষেত্রে তেমনটি ঘটে না। স্বাভাবিকভাবেই ব্যাবসার বিষয়টি এখানে স্পষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ভালো খেলার কোনো বিকল্প নেই। ভালো খেললে, সেখানেই বরং সবাই নজর দেওয়ার চেষ্টা করবে।

Details Bottom