Image

রিশাবের ফেরা মলিন করে দিল পাঞ্জাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রিশাবের ফেরা মলিন করে দিল পাঞ্জাব

রিশাবের ফেরা মলিন করে দিল পাঞ্জাব

রিশাবের ফেরা মলিন করে দিল পাঞ্জাব

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচে দিল্লির দেওইয়া ১৭৪ রানের জবাবে ৪ উইকেটে জয় পেয়েছে পাঞ্জাব। পাঞ্জবের পক্ষে ব্যাট হাতে ৪৭ বলে ৬৩ করা স্যাম কারান জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। 

পাঞ্জাব প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আজ দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন রিশাব পান্ট। দীর্ঘ সময় চোটে পড়ে মাঠের বাইরে কাটানোর পর অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে ফিরে ইনিংস বড় করতে পারেননি। দুই বাউন্ডারিতে ১৮ রান করে আউট হয়েছেন। 

দিল্লির ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছিল। দুই অজি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ বেশ আক্রমণাত্মক হয়ে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৩৯ রানে মার্শ ফিরে যান ২০ রান করে। এরপর শাই হোপের সাথে ওয়ার্নার এগিয়ে নিতে থাকেন দিল্লির রান। ২৯ রানে হার্শাল প্যাটেলের ডেলিভারিতে ফেরেন ওয়ার্নার। 

দলীয় শতকের আগে ফিরে যান হোপ, ৩৩ রান করে। আর এতে দিল্লির রানে কিছুটা ভাঁটা পড়ে। শেষদিকে আক্সার প্যাটেলের ১৩ বলে ২১ রান, অভিষেক পোরেলের ১০ বলে ৩২ রানে ভর দিয়ে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ তোলে দিল্লি।

১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো মিলে শুরুটা ভালোই করেন। যেখানে ধাওয়ানের ব্যাটে সুবিধাজনক রান আসতে থাকে। দলীয় ৩৪ রানে ধাওয়ান ফিরে যান, পাশাপাশি ৪২ রানে ফিরে যান বেয়ারস্টো রান আউট হয়ে ফিরলে কিছুটা বিপত্তি বাঁধে পাঞ্জাব শিবিরে। 

এবার স্যাম কারানের সাথে প্রবসিরমান সিং মিলে দলের হাল ধরেন। ব্যক্তিগত ২৬ রানে ফিরে যান প্রবসিরমান। তবে কারান ম্যাচ ধরে রাখেন। ব্যাটে রান আসতে থাকে মুহুর্মুহু। কারানের সাথে লিয়াম লিভিংস্টোনের ৬৭ রানের জুটি পাঞ্জাবের খেলা সহজ করে দেয়। 

ইনিংসের শেষ ওভারের খেলায়, দলীয় ১৬৭ রানে ফিরে যান কারান, পরের ডেলিভারিতে শশাঙ্ক সিং। তবে আর কোনো বিপদ ছাড়া পাঞ্জাবের জয় নিশ্চিত হয় ৪ বল বাকি থাকতে। কারান ৪৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন, যেখানে ৬ টি চার ও ১ টি ছক্কার মার ছিল। আর লিভিংস্টোন অপরাজিত ছিলেন ২১ বলে ৩৮ রান করে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three