Image

এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয়: সালমান আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 7 ঘন্টা আগে
এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয়: সালমান আলি

এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয়: সালমান আলি

এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের উইকেট আদর্শ নয়: সালমান আলি

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু সিরিজজুড়ে আলোচনায় থেকেছে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বিশেষ করে প্রতিটি ম্যাচ শেষে ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটারদের মুখে এসেছে উইকেট প্রসঙ্গ।

সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুখ খোলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। উইকেট নিয়ে সরাসরি অভিযোগ না তুললেও তিনি স্পষ্টভাবেই জানান, এমন পিচ আসন্ন বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতির আদর্শ নয়।

তিনি বলেন, "উইকেট নিয়ে আমি কিছু বলিনি। আমি শুধু বলেছি আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা আদর্শ উইকেট নয়। উইকেট নিয়ে আমার কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক ক্রিকেটার ও দল হিসেবে আমরা যেখানেই যাই না কেন কিংবা উইকেট পাই না কেন সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং পারফর্ম করতে হবে।"

তবে নিজের বক্তব্যে উইকেট ঘিরে এক ধরনের হতাশাও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায় স্পষ্ট, এই ধরনের উইকেট ভবিষ্যতের প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে খুব একটা মিল খুঁজে পাওয়া যাবে না।

পাকিস্তান অধিনায়ক আরো বলেন, "প্রথম দুই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তারা যদি আমার কাছে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির কথা জানতে চায় তাহলে আমি বলব আমরা যে ধরনের প্রস্তুতি নিতে চাচ্ছি সেটার জন্য আদর্শ উইকেট নয়। আমার মনে হয় না এরকম পিচ আমরা সামনেও কোথাও পাব।"

বাংলাদেশের কন্ডিশন নিয়ে অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সালমান আলি আঘা বলেন, "আমার মনে হয় না এরকম কোনো কন্ডিশন ভবিষ্যতে কোথাও পাবেন। আমি অনেক জায়গাতে খেলেছি তবে বাংলাদেশের কন্ডিশনের মতো উইকেট দেখিনি। প্রস্তুতির জন্য আমার মনে হয় না এটা খুব বেশি কাজে দেবে। তবে আমাদেরকে সব কন্ডিশনে গিয়ে পারফর্ম করতে হবে। আমাদের যেমন পারফর্ম করা উচিত ছিল এই সিরিজে আমরা সেটা করতে পারিনি।"

সিরিজ শেষে এমন মন্তব্যে আবারও প্রশ্নের মুখে পড়েছে মিরপুরের উইকেট। বিশেষ করে আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখে যেখানে প্রতিটি সিরিজ হতে পারে প্রস্তুতির মঞ্চ, সেখানে বারবার সমালোচনায় আসা উইকেট নিয়ে কী ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সেই আলোচনাই মূল কেন্দ্রবিন্দু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three