Image

পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, আফ্রিদি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, আফ্রিদি

পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, আফ্রিদি

পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, আফ্রিদি

বাবর আজমকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাছাড়া বাদ পড়েছেন আরো ৩ সিনিয়র ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ। 

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যাবধানে হারের পর অনুমেয় ছিলো বড় পরিবর্তন আসবে দলে। গত শুক্রবার পুনর্গঠিত হয় পাকিস্তানের নির্বাচক কমিটি। সেখানে সদস্য হিসেবে যোগ দেন অভিজ্ঞ আম্পায়ার আলিম দার। তাঁর সঙ্গে আরো পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী ও সাবেক পেসার আকিব জাভেদ। 

লম্বা সময় ধরে রানে নেই বাবর আজম। মুলতান টেস্টে দুই ইনিংসেও করেছেন ৩০ ও ৬ রান।  এরপর থেকে বাবরের বাদ পড়া নিয়ে গুঞ্জন চলছিল। বাবরকে বাদ দেওয়ার প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক আকিব জাভেদ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবর আজম ও কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার।’ 

সিনিয়র ক্রিকেটারদের বাদ দেয়ার প্রসঙ্গে বলেন, “পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করে আমরা বাবর, শাহীন, নাসিম ও সরফরাজকে বিশ্রাম দিয়েছি। আমরা নিশ্চিত এই বিশ্রাম এসব ক্রিকেটারদের ফিটনেস, ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।”

এই চার ক্রিকেটারকে বাদ দিয়ে দলে যাদের নেওয়া হয়েছে তারা হলেন হাসিবউল্লাহ, মেহরান মমতাজ, কামরান গুলাম। এছাড়া ডাকা হয়েছে সাজিদ খান ও পেসার মোহাম্মদ আলীকে। 

ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী, জাহিদ মেহমুদ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three