Image

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে পাকিস্তান শাহীনসের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে পাকিস্তান শাহীনসের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে পাকিস্তান শাহীনসের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে পাকিস্তান শাহীনসের স্কোয়াড ঘোষণা

পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ 'এ' দলের মধ্যকার চারদিনের ম্যাচের সিরিজ হয়েছে ড্র। আগামীকাল (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৬, ২৮ ও ৩০ আগস্ট ৫০ ওভারি ম্যাচ খেলবে দুই দল। এই সিরিজকে সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস পাকিস্তান শাহীনসের নেতৃত্ব থাকবেন। অস্ট্রেলিয়ার ডারউইনে ৫০ ওভার ম্যাচগুলোতে ও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে থাকা ১২ ক্রিকেটার আছে স্কোয়াডে- মোহাম্মদ হারিস ছাড়াও আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসির খান, ওমের বিন ইউসুফ ও উসমান খান। 

বাঁহাতি স্পিনার মেহরান মুমতাজ, বাঁহাতি ব্যাটার আজান আওয়াইস আছেন স্কোয়াডে। 

ওয়ানডে সিরিজের সূচি-

২৬ আগস্ট- ১ম ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব
২৮ আগস্ট- ২য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব
৩০ আগস্ট- ৩য় ওয়ানডে, ইসলামাবাদ ক্লাব

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড- 

তাওহীদ হৃদয় (অধিনায়ক), এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। 

পাকিস্তান শাহীনস স্কোয়াড- 

মোহাম্মদ হারিস (অধিনায়ক, উইকেটরক্ষক), আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মেহরান মুমতাজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসির খান, ওমেইর বিন ইউসুফ, উসমান খান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three