বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও ট্যাপম্যাড

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও ট্যাপম্যাড
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও ট্যাপম্যাড
পাকিস্তান ও বাংলাদেশ বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সম্প্রতি সম্পূর্ণ সংস্কারকাজের পর এটিই গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। সোমবার রাতে আলোকিত স্টেডিয়ামে দুই দলই প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে। মঙ্গলবার রাতে রয়েছে আরও একটি অনুশীলন।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে। পাকিস্তানে হওয়া চারটি টি-টোয়েন্টির তিনটিতেই জিতেছে স্বাগতিকরা, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে পাকিস্তান জিতেছে চারটি, বাংলাদেশের একমাত্র সিরিজ জয় ২০১৫ সালে।
সিরিজে ধারাভাষ্য দেবেন আমির সোহেল, রমিজ রাজা, বাজিদ খান, আতহার আলী খান এবং মাইক হেইসম্যান। উপস্থাপক হিসেবে থাকবেন জয়নাব আব্বাস।
পাকিস্তানে ম্যাচগুলো দেখা যাবে এ স্পোর্টস ও টেন স্পোর্টসে, অনলাইনে সরাসরি সম্প্রচার হবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে।
বাংলাদেশে সম্প্রচার করবে টি-স্পোর্টস ও ট্যাপম্যাড, এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে সরাসরি সম্প্রচারে থাকবে যথাক্রমে: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, যুক্তরাজ্যে এআরওয়াই, শ্রীলঙ্কায় ডায়ালগ, আফ্রিকায় সুপারস্পোর্টস এবং উত্তর আমেরিকায় উইলো টিভি।