Image

অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

১৪ জানুয়ারি, ২০২৫ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে লঞ্চ করা হলো "অদম্য কাপ"। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম তৈরি করা।

টুর্নামেন্টের বিবরণ:

নাম: অদম্য কাপ, অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ
দল সংখ্যা:১৬টি ক্রিকেট একাডেমি
ফরম্যাট: টি-১০ ক্রিকেট, নকআউট পদ্ধতি
ভেন্যু:কলাবাগান ক্রিকেট গ্রাউন্ড
সময়: ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫

আয়োজক ও অংশীদার:

এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে স্পর্টিনিয়ার এবং স্পোর্টস নাইন্টি সেভেন। তরুণদের সম্পৃক্ত করতে ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে জেসিআই বাংলাদেশ। এছাড়া, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অ্যাকটিভ পালস বাংলাদেশ।

ফটোগ্রাফির দায়িত্ব পালন করবে সাইবার্টন স্টুডিও। পার্টনার হিসেবে থাকবে বেস্ট এক্সপ্রেস, স্পোর্ডিয়াম এবং আইটিসি।

লক্ষ্য ও উদ্দেশ্য:

টুর্নামেন্টের লক্ষ্য রাজধানীর প্রতিভাবান অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের জন্য বড় মঞ্চ তৈরি করা।

আয়োজকদের বক্তব্য:

অনুষ্ঠানে আয়োজকরা জানান, অদম্য কাপ তরুণ ক্রিকেটারদের জন্য একটি অনন্য সুযোগ যেখানে তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সম্ভাবনা তৈরি হবে।

ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি দারুণ উদ্ভাবন যা দেশের ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three