Image

নিউজিল্যান্ডে সিরিজে বুমরাহ সহ-অধিনায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডে সিরিজে বুমরাহ সহ-অধিনায়ক

নিউজিল্যান্ডে সিরিজে বুমরাহ সহ-অধিনায়ক

নিউজিল্যান্ডে সিরিজে বুমরাহ সহ-অধিনায়ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বাংলাদেশ সিরিজে কোনো সহ-অধিনায়ক না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে এই দায়িত্বে থাকবেন পেসার জাসপ্রীত বুমরাহ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শামি। বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে খেলা যশ দয়ালও। ঘরের মাঠে এবারও স্পিন নির্ভর দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল ও কুলদ্বীপ যাদব। পেস বোলিং বিভাগে রয়েছেন বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ। 

অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যাটিং ইউনিট। ব্যাটারদের তালিকায় রোহিত ছাড়াও রয়েছেন ইয়াশভি জাইসাওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল ও সরফরাজ খান। দুই উইকেটরক্ষক রিশাব পান্ট ও ধ্রুব জুরেল।

ভারত-নিউজিল্যান্ড সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তভূক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত এখন শীর্ষে। অন্যদিকে নিউজিল্যান্ড আছে ছয় নম্বরে। 

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

ভারত স্কোয়াড:রোহিত শর্মা (অধিনায়ক),জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব প্যান্ট (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three