Image

নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টির বিশ্ব আসরের জন্য ১৫ জন চূড়ান্ত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

রোহিত পাউডেলের নেতৃত্বে তরুণ নেপাল দল তাঁদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৪ জুন, টেক্সাসে তাঁদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 

নেপালের দল নির্বাচনে অবশ্য তেমন কোন চমক ছিল না। এসিসি প্রিমিয়ার কাপ ও ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সিরিজে পারফর্ম করা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। 

ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত পাউডেল। যেখানে দীপেন্দ্র সিং আইরি, কুশল ভ্রুতেল, আসফ শেখরা তাঁর সঙ্গী। 

২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল নেপালের। সেই দলে থাকা সোমপাল কামি আছেন এবারও। তাঁর সঙ্গী আছেন অভিজ্ঞ কারান কেসি। বাঁহাতি অর্থোডক্স স্পিনার ললিত রাজবংশী নেতৃত্ব দিবেন নেপালের স্পিন আক্রমণের। 

 

নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশাল ভ্রুতেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুন্দ্বীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরি। 

উল্লেখ্য, প্রতিটি দল ২৫ মে পর্যন্ত বদল আনতে পারবেন তাঁদের বিশ্বকাপ স্কোয়াডে। যদিও তেমনটা করতে সবুজ সংকেত লাগবে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three