বিশ্বরেকর্ড ধারী ক্রিকেটার ছাড়া নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
বিশ্বরেকর্ড ধারী ক্রিকেটার ছাড়া নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
বিশ্বরেকর্ড ধারী ক্রিকেটার ছাড়া নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
আফ্রিকার দল নামিবিয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে। অলরাউন্ডার জেরহার্ড এরাসমাস যথারীতি আছেন দলটির অধিনায়ক হিসাবে।
ঘরের মাঠে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা কোয়ালিফায়ারে দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসরে উত্তীর্ণ হয়েছে নামিবিয়া। নামিবিয়া দলে সহ অধিনায়ক হিসাবে আছেন জেজে স্মিট।
১৫ সদস্যের স্কোয়াডের ১২ জনই কোয়ালিফাইং রাউন্ডের অংশ ছিলেন। বাদ পড়েছেন অলরাউন্ডার নিকোল লফটি-ইটন, পিক্কি ইয়া ফ্রান্স ও শন ফৌসে।
লফটি-ইটন শিরোনাম তৈরি করেছিলেন ফেব্রুয়ারি মাসে। তিনি ৩৩ বলে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। যা ছিল পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। তাঁকে বিবেচনা করা হয়নি বিশ্বকাপের জন্য।
নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডিলান লেইচার, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যাক ব্রাসেল, বেন শিকঙ্গো, টানজেনি লুঙ্গামেনি, নিকো ডাভিন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেপি কটজে, ডেভিড ভিসা, বের্নার্ড শোল্টজ, মালান ক্রুগার, পিডি ব্লিঙ্গট।
নামিবিয়া এবারে আছে গ্রুপ বি তে। যেখানে তাঁদের সঙ্গী ওমান, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২ জুন বার্বাডোসে পমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁদের বিশ্বকাপ মিশন।