ওয়ার্নার বলেছিলেন ‘মাথা খাটিয়ে’ বল করো, মুস্তাফিজ দিলেন মাথার ওপর বাউন্সার
-
1
অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি
-
2
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
-
3
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত
-
5
নির্ধারিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
ওয়ার্নার বলেছিলেন ‘মাথা খাটিয়ে’ বল করো, মুস্তাফিজ দিলেন মাথার ওপর বাউন্সার
ওয়ার্নার বলেছিলেন ‘মাথা খাটিয়ে’ বল করো, মুস্তাফিজ দিলেন মাথার ওপর বাউন্সার
২০১৬ সালের আইপিএল। প্রথমবারের মতো ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। দল সানরাইজার্স হায়দরাবাদ। সাথে রয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কোচ টম মুডি যারা দলের প্রায় সকলেই ইংরেজিভাষী। অথচ মুস্তাফিজের ভাষা বাংলা, আর পুরো স্কোয়াডে বাংলাভাষী মাত্র একজন তরুণ ব্যাটার রিকি ভুই।
এই পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না মুস্তাফিজের জন্য। ভাষা না বোঝার কারণে বারবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। একবার মাঠে ওয়ার্নার ইশারায় মাথার দিকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছিলেন, মুস্তাফিজ যেন বুদ্ধি খাটান। কিন্তু তরুণ পেসার সেটি বুঝে নেন অন্যভাবে মাথা লক্ষ্য করে বাউন্সার ছুড়ে বসেন। এমন ভুল বার্তা ও ভুল প্রতিক্রিয়াই বোঝায়, ভাষাগত সংকট কতটা বাস্তব।
তবুও সেই বাধা পেরিয়েই মুস্তাফিজ হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান অস্ত্র। পুরো টুর্নামেন্টে নেন ১৭ উইকেট, আর সানরাইজার্স হায়দরাবাদ ছিনিয়ে আনে আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা। বিদেশি কোচ-অধিনায়কের অধীনে মুস্তাফিজের এমন সফলতা নজর কেড়ে নেয় ক্রিকেটবিশ্বের।
সাবেক কোচ টম মুডি স্মরণ করলেন সে সময়ের কথা: "আমরা বুঝেছিলাম, মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ একটা বড় চ্যালেঞ্জ। তবে তার পারফরম্যান্স আমাদের সব চিন্তা ভুল প্রমাণ করেছিল।"
এই ঘটনার পর অনেক দলই গুরুত্ব দিতে শুরু করে ভাষাগত সহায়তা ব্যবস্থায়। একাধিক ভাষায় পারদর্শী স্টাফ ও সতীর্থদের সাহায্যে অনেক নতুন খেলোয়াড় মানিয়ে নিচ্ছেন নতুন সংস্কৃতিতে।
মুস্তাফিজের সেই পথচলা এখন অনেক তরুণ বিদেশি খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা। ভাষা নয়, পারফরম্যান্সই শেষ কথা এটি তিনি প্রমাণ করেছেন বারবার।
