এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের ওভারসিজ আইকন মুস্তাফিজুর রহমান
-
1
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
-
2
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা
-
3
রংপুরের স্বপ্নপথ, সিলেটের অঙ্কভাঙা এবং এনসিএলের শেষদিনের রুদ্ধশ্বাস অপেক্ষা
-
4
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
-
5
ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই
এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের ওভারসিজ আইকন মুস্তাফিজুর রহমান
এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের ওভারসিজ আইকন মুস্তাফিজুর রহমান
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এ বাংলাদেশি মালিকানাধীন দল ডাম্বুলা থান্ডার্স। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছে বাংলাদেশের দুই উদ্যোক্তা তামিম রহমান ও গোলাম রাকিবের ইমপেরিয়াল স্পোর্টস গ্রুপ। দলটি এবার তাঁদের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে।
শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা থান্ডার্স নিয়েছে ওভারসিজ আইকন ক্রিকেটার হিসাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাম্বুলা থান্ডার্স লিখেছে,
'ফিজ অ্যালার্ট, ডাম্বুলা থান্ডার্স গর্বের সাথে মুস্তাফিজুর রহমানকে বিদেশী আইকন প্লেয়ার হিসেবে উন্মোচন করেছে। বিদ্যুতায়িত গতি এবং অপ্রতিরোধ্য, থান্ডার্স ভক্তরা গর্জন করতে প্রস্তুত হোন!'
জুলাইয়ের ১ তারিখ থেকে ২১ অব্দি মাঠে গড়াবে এলপিএলের ৫ম আসর। নিলামের দিনক্ষণ দ্রুতই জানাবে এলপিএল।
২০২৪ এলপিএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে ৫০০ এর বেশি ওভারসিজ ক্রিকেটার।
২৪ ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন এলপিএল খেলার। নিলাম থেকে যাদের থেকে ক্রিকেটার বাছাই করবে ৫ ফ্র্যাঞ্চাইজি।
আগ্রহ দেখানো ক্রিকেটারের মধ্যে আছেন তামিম ইকবাল, টিম সাউদি, র্যাসি ভ্যান ডার ডুসেন, জিমি নিশাম, মুশফিকুর রহিম, রেজা হেন্ড্রিক্স, রাইলি রুশো, শাই হোপ, তাসকিন আহমেদ, লুঙ্গি এনগিডি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, নাজমুল হোসেন শান্ত, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচারম ওশানে থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেনের মত তারকা ক্রিকেটার।
এছাড়া উসমান খাজা, তাব্রাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, গুলবেদিন নাইব, ইব্রাহিম জাদরানও আগ্রহ দেখিয়েছেন।
বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ।
