Image

ওয়াসিমের পদত্যাগ, আরব-আমিরাতের নতুন অধিনায়ক রাহুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়াসিমের পদত্যাগ, আরব-আমিরাতের নতুন অধিনায়ক রাহুল

ওয়াসিমের পদত্যাগ, আরব-আমিরাতের নতুন অধিনায়ক রাহুল

ওয়াসিমের পদত্যাগ, আরব-আমিরাতের নতুন অধিনায়ক রাহুল

সংযুক্ত আরব-আমিরাতের ওয়ানডে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ওয়াসিম। জানা গেল নতুন অধিনায়কের নামও, উইকেটরক্ষক-ব্যাটার রাহুল চোপড়াকে নতুন অধিনায়ক মনোনীত করা হয়েছে। নতুন অধিনায়ক দেশের জার্সিতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ও সাতটি মাত্র ওয়ানডে খেলেছেন।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর ত্রিদেশীয় সিরিজ দিয়ে রাহুল চোপড়া শুরু করবেন অধিনায়কত্বের অ্যাসাইনমেন্ট। নভেম্বরের শুরুতে স্বাগতিক ওমান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ইউএই দলকে নেতৃত্ব দেবেন। 

মোহাম্মদ ওয়াসিম ২০২৩ থেকে ২০২৪ এর মধ্যে মোট ২৬টি ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে নেতৃত্ব দিয়েছেন। ওডিআই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করলে উইকেটরক্ষক-ব্যাটার রাহুল চোপড়াকে নতুন অধিনায়ক মনোনীত করা হয়েছে। 

স্কোয়াডের অংশ থাকা ওয়াসিম বলেছেন, 'ওয়ানডে ফরম্যাটে আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করার জন্য অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নতুন অধিনায়কের জন্য আমার শুভকামনা, আমি তাকে পূর্ণ সমর্থন দেব।'

তার অধীনে, সংযুক্ত আরব আমিরাত মাত্র সাতটি ওয়ানডে জিতেছে। বিপরীরে ১৯টিতে হেরেছে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three